পটনা: শরীর নিয়ে কম ঝক্কি পোহাতে হচ্ছে না তাঁকে। ডাক্তার, হাসপাতালের চক্কর কাটতে হচ্ছে। এ বার সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। এ বার প্রবাসী মেয়ে রোহিণী আচার্য বাবার সাহায্য়ে এগিয়ে এলেন (Rohini Acharya)। সিঙ্গাপুরে থাকেন রোহিণী। লালুকে কিডনি দেবেন তিনিই (Kidney Transplant)। 


কিডনি প্রতিস্থাপনে রাজি লালুপ্রসাদ যাদব


বেশ কয়েক বছর ধরেই কিডনির সমস্যায় ভুগছেন লালু। বাবাকে এ ভাবে ভূৃুগতে দেখে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রোহিণী। তাঁরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শই দেন। সেই মতো আগেই বাবাকে নিজের একটি কিডনি দিতে উদ্যোগী হন রোহিণী। কিন্তু তাতে রাজি হননি লালু। তবে এতদিনে তাঁকে রোহিণী রাজি করাতে পেরেছেন।


আরজেডি-র তরফে জানানো হয়েছে, অক্টোবরে মেয়ের কথায় সিঙ্গাপুর যান লালু। কিন্তু মেয়ের কিডনি নিতে রাজি হননি তিনি। কিন্তু একটি কিডনি দান করেও বহু মানুষ দিব্যি বেঁচেবর্তে রয়েছেন বলে তাঁকে বোঝান রোহিণী। চিকিৎসকরাও বার বার বোঝান তাঁকে। তাতেই শেষ মেশ মেয়ের থেকে কিডনি নিতে রাজি হন লালু। 


এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, চলতি মাসেই সিঙ্গাপুর যেতে পারেন লালু। ২০ থেকে ২৪ নভেম্বর সেখানে থাকবেন বলে ঠিক হয়েছে। ওই সময়ই সেখানে তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপন করবেন চিকিৎসকরা। ট


আরও পড়ুন: Gujarat Election 2022: দিল্লিতে প্রার্থীতালিকা নিয়ে মিটিং, গুজরাতে ভোটে না লড়ার ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের


লালুর মেজো মেয়ে রোহিণী। বিয়ের পর সিঙ্গাপুর নিবাসী তিনি। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। গোটা পরিবার লালুকে বিদেশে চিকিৎসা করাতে রাজি করাতে পারেনি। কিন্তু নাছোড়বান্দা ছিলেন রোহিণী। নিজেই সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাঁদের কথা মতো তার পর বাবাকে নিয়ে যান। শেষ মেশ বাবাকে রাজিও করিয়ে ফেলেন।


বিগত কয়েক বছর ধরেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসা করিয়ে আসছেন লালু। সেখানকার চিকিৎসকরা যদিও কিডনি প্রতিস্থাপনের বিরুদ্ধেই ছিলেন। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা ভিন্নমত পোষণ করেন। তাঁদের কথাতেই আস্থা রয়েছে লালুর পরিবারের। সেই মতো তাঁকে অস্ত্রোপচারের জন্য রাজি করাতে শুরু করেন সকলে।


বাবাকে কিডনি দান করবেন লালুর মেয়ে রোহিণী


সিঙ্গাপুর নিবাসী হলেও, রোহিণী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোঁজখবর রাখেন। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামতও জানান। সম্প্রতি নীতীশ কুমারের সঙ্গে মতানৈক্য ভুলে হাত মেলানোর পক্ষেও ভাই তেজস্বী যাদবকে সমর্থন করেছিলেন তিনি। বিজেপি-র বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে থাকেন রোহণী।