নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জওয়ানের মৃত্যুর ফলে ক্ষতবিক্ষত হয়েছে দেশের বিবেক। এধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সব সম্ভাব্য পন্থা খতিয়ে দেখা উচিত। এমনটাই মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মতে, সরকার ও বিরোধী-- দুতরফের ঐকমত্যের মাধ্যমে দেশের গোটা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছনো উচিত।


সোমবার রাতে চিনা পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় প্রাণ হারান এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা জওয়ানের। ৪৫ বছর অর্থাৎ ১৯৭৫ সালের পর ফের চিনের হামলায় ভারতীয় সেনার প্রাণ গেল। বর্তমানে, গালওয়ান উপত্যকার পরিস্থিতি এখনও থমথমে।


এদিন এক বার্তায় প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, এখন সরকারের কর্তব্য নিশ্চিত করা যে শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থকেই সর্বাধিকার দেওয়া হয়। তিনি স্মরণ করিয়ে দেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘর্ষের বিষয়টি ভীষণই উদ্বেগজনক। এর প্রভাব শুখুমাত্র ভারতের জাতীয় স্বার্থ নয়, তার ঊর্ধ্বে বিশ্বের ভূ-রাজনৈতিক প্রভাব রয়েছে।


তিনি মনে করেন, এই পরিস্থিতিকে সাফল্যের সঙ্গে সামলাতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। ভবিষ্যতে এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করা উচিত। তিনি যোগ করেন, এই ঘটনায় দেশের বিবেক ক্ষতবিক্ষত হয়েছে। সরকার ও বিরোধী-- দুতরফের ঐকমত্যের মাধ্যমে দেশের গোটা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছনো উচিত।


হামলায় নিহত বীর সৈনিকদের চরম বলিদানের কথা স্মরণ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রাক্তন রাষ্ট্রপতি।