নয়াদিল্লি: মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র কোর কমিটির বৈঠক বসছে রবিবার। দলের নেতা নবাব মালিক জানিয়েছেন, শরদ পওয়ারের নেতৃত্বে ২১ সদস্য ওই বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, পুণেতে বিকেল ৪টে নাগাদ ওই বৈঠক হবে। মালিক জানিয়েছেন, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কী কী কৌশল অবলম্বন করা যায়, সেগুলিই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে।
এনসিপি সূত্রে খবর, বৈঠকের পর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাত করতে রাজধানী যাওয়ার কথা শরদ পওয়ারের। সেখানে, শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রে সরকার গঠন ও তার কার্যপ্রণালী নিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে আলোচনা হওয়ার কথা পওয়ারের। এরপর, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মঙ্গলবার কংগ্রেস ও এনসিপি নেতাদের বৈঠক বসবে।
প্রসঙ্গত, একসঙ্গে বিধানসভা ভোটে লড়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি-শিবসেনা জোট। কিন্তু, মুখ্যমন্ত্রিত্ব সহ ক্ষমতা-ভাগাভাগি নিয়ে জটিলতার জেরে ভেঙে যায় জোট। ২৮৮ আসনের মধ্যে ১০৫টি জিতেও সরকার গঠনে সমর্থ হয় না বিজেপি। পরে, শিবসেনা ও এনসিপিকেও সরকার গঠনে আমন্ত্রণ জানান রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি। কিন্তু, কোনও দল না পারায় মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মহারাষ্ট্র: আজ বিকেলে পওয়ারের নেতৃত্বে কোর-কমিটির বৈঠক এনসিপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2019 09:37 AM (IST)
কোনও দল না পারায় মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -