নয়া দিল্লি: সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান, খবর PTI সূত্রের। BSF জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার।
উল্লেখ্য, ১১দিন পরেও পাকিস্তানের হাতে হুগলির BSF জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে BSF জওয়ান। BSF জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশল পাকিস্তানের।এবার BSF-র হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। সূত্রের খবর, বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার পাকিস্তানি রেঞ্জারকে হেফাজতে নিয়েছে। আটক রেঞ্জারের পরিচয় বা তাকে আটকের নির্দিষ্ট পরিস্থিতি প্রকাশ করেননি।
ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্রাইকে দিশেহারা, স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। ভারতের চাপের মুখে এবার সবদলের সঙ্গে বৈঠকে পাক-সরকার। সব বড় রাজনীতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন পাক তথ্য সম্প্রচারমন্ত্রী।
অন্যদিকে, পহেলগাঁওকাণ্ডে জঙ্গিদের খোঁজে তল্লাশি, শ্রীনগরে ম্যারাথন তল্লাশি চলছে। জঙ্গি-যোগের অভিযোগে ৫ জায়গায় জম্মু-কাশ্মীর পুলিশের অভিযান চলছে। জঙ্গি-যোগের অভিযোগে ৫জনের বাড়িতে জম্মু-কাশ্মীর পুলিশের তল্লাশি।
এদিকে, এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। যদিও স্ত্রীর প্রশ্ন, ১৭ বছর ধরে সীমান্ত সুরক্ষার কাজ করছেন পূর্ণম। তিনি কীভাবে ভুল করে পাকিস্তানে চলে গেলেন?
কোনও খোঁজখবর না পাওয়ায় গত সোমবার ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে, একাধিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয় বন্দি BSF জওয়ানের স্ত্রীর। আধিকারিকদের থেকে স্বামীর ফেরত আসার আশ্বাস মিলতেই বাড়িতে ফেরেন রজনী সাউ।
এর পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরে মিলল ৪২টি সক্রিয় জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ। পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক জঙ্গি, খবর সেনা সূত্রের। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয়ে।