বেঙ্গালুরু: পাঁচ দিনে কোভিড সংক্রমণের শিকার হয়েছে ২৪২ জন শিশু। কর্ণাটকের বেঙ্গালুরুতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়াচ্ছে শিশুদের এই সংখ্যা। রাজ্যের কোভিড বুলেটিন বলছে, কর্ণাটকে মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১৩৩৮ জন। যার মধ্যে সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ জনের।
তবে কি মহামারী বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হতে চলেছে ? ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ের শিকার হবে শিশুরা ! অন্তত বেঙ্গালুরুতে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা সেই দিক নির্দেশ করছে। 'বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা'র রিপোর্ট বলছে, গত পাঁচ দিনে শহরে ২৪২জনের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে।যাদের সবার বয়স ১৯ বছরের নীচে।
পরিসংখ্যান বলছে, আাক্রান্ত শিশুদের মধ্যে ১০৬ জনের বয়স ৯ বছরের নীচে। বাকি ১৩৬ জনের বয়স ৯-১৯-এর মধ্যে। শিশুদের সংক্রমিত হওয়ার এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রকের। তাঁদের আশঙ্কা, আগামী দিনে এই সংখ্যাটা রাজ্যে আরও বাড়বে। এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ''বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম। আগামী দিনে এই সংখ্যাটা তিনগুন হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই এই পরিস্থিতি হবে রাজ্যে। তাই এখন শিশুদের আর বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।''
কোভিড রুখতে রাজ্যে ইতিমধ্যেই বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকার। সপ্তাহ শেষে কার্ফু জারি হয়েছে সব জেলায়। কেরল-কর্ণাটক ছাড়াও মহারাষ্ট্র-কর্ণাটকে প্রবেশের রাস্তায় বিধিনিষেধ জারি হয়েছে। আরটিপিসিআর রিপোর্ট দেখেই ঢুকতে দেওয়া হচ্ছে রাজ্যে। তবে ৭২ ঘণ্টার আগে এই পরীক্ষা হলে প্রবেশে অনুমতি দিচ্ছে না কর্ণাটক সরকার।
কর্ণাটকের কোভিড বুলেটিন বলছে, গত একমাস ধরে রাজ্যে প্রতিদিনই গড়ে ১৫০০ করে নতুন করোনা রোগী বাড়ছে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। করোনা রুখতে রাজ্যে টিকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে কর্ণাটকে প্রতি মাসে প্রায় ৬৫ লক্ষ টিকাকরণ হচ্ছে।এই সংখ্যাটা বাড়িয়ে ১ কোটিতে নিয়ে যেতে চাইছেন তিনি।