নয়াদিল্লি: একসঙ্গে একাধিক পরীক্ষার চাপ সামলাতে হবে পরীক্ষার্থীদের। পড়ুয়াদের মানসিক চাপ লঘু করতে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্বারস্ত হল National Students’ Union of India (NSUI)। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG 2021) পিছনোর দাবি তুলল এই ছাত্র সংগঠন।
(NSUI)-এর দাবি, National Eligibility cum Entrance Test-এর মাঝেই বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন পড়েছে। যা ছাত্রছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশে সমস্যার সৃষ্টি করবে। তাই এবারের মতো পিছিয়ে দেওয়া হোক NEET UG 2021-এর পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে NSUI-এর প্রেসিডেন্ট নীরজ কুন্দন জানিয়েছেন, ক্লাস ১২ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। এই বয়সেই বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ বেছে নেয়। আগামী ১২ সেপ্টেম্বর NEET UG 2021-এর দিন ঠিক করা হয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হয় পড়ুয়াদের। কিন্তু এই সময় ১২ ক্লাসের বেশকিছু পরীক্ষা চলে আসায় সমস্যার মুখে পড়েছে ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রী যেন NEET UG 2021-এর তারিখ পিছিয়ে তাদের সমস্যা লাঘব
করেন।
NEET UG 2021-এর সময়ে কোন কোন পরীক্ষা রয়েছে ?
ICAR: সেপ্টেম্বর ৭,৮,৯ তারিখ
Physics CBSE: সেপ্টেম্বর ৯ তারিখ
Physics MP Board: সেপ্টেম্বর ১১ তারিখ
Biology MP Board: সেপ্টেম্বর ১৩ তারিখ
Maths CBSE Board: সেপ্টেম্বর ১৩ তারিখ
COMEDK: সেপ্টেম্বর ১৪ তারিখ
QJEE: ৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর
MHT CET: সেপ্টেম্বর ৪ থেকে সেপ্টেম্বর ২০
কী বললেন এনটিএ-র ডিজি ? (National Testing Agency on NEET-UG)-সম্প্রতি NEET-এর পাশাপাশি CBSE বোর্ড পরীক্ষা প্রায় একসঙ্গে পড়ে যাওয়ার দাবি করে পরীক্ষার্থীরা।যার জেরে NEET পিছিয়ে দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এদিন সেই প্রসঙ্গে মুখ খোলেন NTA-এর ডিজি বীনিত জোশি। তিনি বলেন, ''NEET পরীক্ষার সঙ্গে CBSE বোর্ড পরীক্ষার দিনের কোনও সংঘাত ঘটছে না। তাই আগের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর পরীক্ষা হবে।''
একই কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে।সূত্রের খবর, সরকারের তরফে বলা হয়, NEET-UG পরীক্ষা পিছলে তা ফের সূচিতে আনতে কমপক্ষে ২ মাস সময় লাগবে। এমন হতে পারে, এর জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে পরীক্ষা। যা কখনোই কাম্য নয়। CBSE পরীক্ষার সূচি বলছে, ৬ সেপ্টেম্বর রয়েছে বায়োলজি পরীক্ষা, ১২ -এর ফিজিক্স পরীক্ষা ৯ সেপ্টেম্বর। এক সপ্তাহে CBSE ১২ ক্লাসের এই দুই পরীক্ষা রয়েছে। এই সপ্তাহেই পড়েছে NEET-UG 2021-এর পরীক্ষা। ১২ সেপ্টেম্বর হতে চলেছে এই পরীক্ষা।