ওভাল: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে ফিরে এলেন ক্রিস ওকস ও মার্ক উড। অন্যদিকে জস বাটলারের পরিবর্তে দলে জায়গা করে নিলেন তরুণ স্যাম বিলিংস। হেডিংলে টেস্টে জিতে এই মুহূর্তে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে ইংল্যান্ড। সিরিজের ফল এই মুহূর্তে ১-১। লর্ডস টেস্টে এর আগে জয় পেয়েছিল ভারত।


দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন মার্ক উড। যার জন্য তৃতীয় টেস্টের আগেই ছিটকে গিয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। কিন্তু ফের একবার ফিট হয়ে চতুর্থ টেস্টে মাঠে নামতে চলেছেন উড। অন্যদিকে গোড়ালির চোটে ভুগছিলেন ক্রিস ওকস। গত জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শেষবারের মত দেখা গিয়েছিল ওকসকে। সেখানেই চোট পেয়ে বসেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি এই তারকা অলরাউন্ডারকে। গত শুক্রবার ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওকস। এরপরই স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হল তাঁকে। এর আগেই ইংল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার ও স্টুয়ার্ট ব্রড। নেই বেন স্টোকসও। এই পরিস্থিতিতে ২ জনের অন্তর্ভূক্তি ইংল্য়ান্ডকে আরও শক্তিশালী করবে।


লিডসে জয়ের পরই ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, '২ জনই এই মুহূর্তে ফিট রয়েছে। উড বল করেছে পুরোদমে। ও পরবর্তী টেস্টের আগে দলে নির্বাচনের জন্য যোগ্য। ওকসও ঘরোয়া ক্রিকেটে ফিরেছে। যার জন্য ওভালে ওকেও পাওয়া যাচ্ছে।' এদিকে বাটলারের স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সন্তানসম্ভবা স্ত্রীয়ের পাশে থাকতেই চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বাটলার। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্যাম বিলিংস। চতুর্থ টেস্টে সেক্ষেত্রে উইকেটের পেছনে দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে। সিলভারউড বলেন, 'আমি নিশ্চিত জনি এই কাজটা করতে পারবে। আমাদের মধ্যে সেই নিয়ে কথাও হয়েছে। জনি উইকেট কিপার হিসেবে পরের টেস্টে নামতে রাজি।'


চতুর্থ টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ররি বার্নস, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, ডেভিড মালান, ক্রেইগ ওভার্টন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।