নয়াদিল্লি: পরীক্ষা কেলেঙ্কারি ঘিরে উত্তাল গোটা দেশ। NEET, UGC-NET পরীক্ষায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই আবহে পরীক্ষার মাত্র ১০ ঘণ্টা আগে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পর্বেশিকা পরীক্ষা NEET-PG স্থগিত করেছে কেন্দ্র। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে দাবি সরকারের। কিন্তু এক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের তত্ত্ব উঠে আসছে। মোটা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়ার প্রস্তাব আসছিল বলে খবর। (NEET-PG Postponed)


NEET-PG নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। ওই সংস্থার তরফে পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছিল। টাকার বিনিময়ে একদল জালিয়াত প্রশ্নপত্রের লোভ দেখাতে পারে বলে সতর্ক করেছিল তারা। ২৩ জুন, রবিবার NEET-PG পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রক। পরীক্ষার পরবর্তী দিন দ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়। NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ উঠেছে, সেই আবহে রাতারাতি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। 


কারণ শুক্রবারই ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেসের তরফে জানানো হয় যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কিছু লোকজন। মোটা টাকা দিলে NEET-PG পরীক্ষার প্রশ্নপত্র আগামী হাতে পৌঁছে যাবে বলে লোভ দেখান তাঁরা। সেই মর্মে একটি লিখিত বিবৃতিও প্রকাশ করে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সে। যাতে বলা হয়, '২৩ জুন পরীক্ষার আগে সংস্থার আধিকারিকরা পরিস্থিতি তদারকি করতে গিয়ে দেখেন, কিছু জালিয়াত NEET-PG পরীক্ষার্থীদের আগাম প্রশ্নপত্রের লোভ দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ করা হচ্ছে পরীক্ষার্থীদের সঙ্গে। এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নাম করে পরীক্ষার্থীদের বোকা বানানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে পুলিশকে'। 


পরীক্ষার্থীদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেয় ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। পরীক্ষার্থীদের কেউ যদি এই ধরনের কাজকর্মে যোগ দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। একাধিক সোশ্যাল মিডিয়া গ্রুপের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। এর একদিন পরই, গতকাল পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।


ডাক্তারি পড়ার ক্ষেত্রে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা হল NEET. আর স্নাতকোত্তর স্তরে অর্থাৎ MBBS-এ ভর্তি পরীক্ষা হল NEET-PG. NEET ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) করায়, NEET-PG নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। অ্যাডভান্সড মেডিক্যাল নলেজ পরীক্ষাও বলা হয় NEET-PG-কে। গত কিছু দিনে দেশের উচ্চস্তরের প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। NEET-PG নিয়েও এমন গতিবিধি চোখে পড়ে, আর তাতেই পরীক্ষা বাতিল করা হল বলে তাই দাবি সামনে আসছে।