সুজিত মণ্ডল, নদিয়া: বয়স মাত্র ৭ বছর। এই বয়সেই পৃথিবীর মোট ১৯৫টি দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের নাম একনাগাড়ে বলে চলে এই খুদে।           


নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাঃ কৃষ্ণপদ বৈরাগীর ৭ বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়েছে সে।


শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি। বাবা কৃষ্ণপদবাবু হোমিওপ্যাথিক হেলথ অফিসার। মা ডাঃ স্বপ্না সরকার পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দু'বছর বয়স থেকেই।                                                                                             


গতবছর অগস্ট মাস নাগাদ বাবা-মায়ের সঙ্গে চেন্নাইতে অবস্থিত তামিলনাড়ুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে একটি এক্সিবিশনে গিয়েছিল সে। সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে থাকা জাতীয় পতাকা দেখে বেশ কয়েকটি ভুল ধরে প্রকৃতি। খুদে কন্যার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা। এরপর এখান থেকে প্রকৃতিকে তার বিস্ময়কর ক্ষমতার জন্য সম্মানিত করা হয়।


আরও পড়ুন, 'শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলছে সরকার', NEET-PG স্থগিত নিয়ে অসন্তোষ চিকিৎসক মহলের


প্রকৃতির বাবা মায়ের কথায়, প্রতিটি দেশের জাতীয় পতাকা দেখে সেগুলি দ্রুত চিহ্নিতকরণ করতে পারত সে। ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলি সেকেন্ডের মধ্যে প্রতিটি দেশের নাম উচ্চারণ করার প্রকৃতির ভিডিওটি প্রায় এক মাস আগে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠান তাঁরা। তিন চারেক আগেই মিলেছে দ্রুততম শিশু হিসেবে জাতীয় পতাকার চিহ্নিত করার রেকর্ডের স্বীকৃতি। আগামীতে প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে