নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) অনিয়মের তদন্ত করতে নেমে এবার রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, NEET প্রশ্নফাঁস চক্রের মূল কাণ্ডারী এই রকিই। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে রকিকে। ১০ দিনের হেফাজতে হয়েছে তাঁর। বিহারের পটনার কাছে দুই জায়গায় এবং কলকাতার কাছে দুই জায়গায় এখনও তল্লাশি চালাচ্ছে CBI. (NEET Controversy 2024)


গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচিতে হোটেল ছিল রকির। NEET-এর প্রশ্নফাঁসের গোটাটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। প্রশ্নপত্র হাতে পেয়ে চিন্টু নামের একজনকে পাঠান তিনি। এর পর তার প্রতিলিপি চড়া দামে বিক্রি করা হয়। শুধু তাই নয়, প্রশ্নপত্র হাতে পেয়ে, সঠিক উত্তর লেখার ব্যবস্থাও করেন রকি। পটনা এবং রাঁচির MBBS পড়ুয়াদের সেই কাজে লাগানো হয়। (NEET Row 2024)


NEET কাণ্ডে সঞ্জয় মুখিয়া নামের যিনি গ্রেফতার হয়েছেন, রকি তাঁর ভাইপো বলে জানা গিয়েছে। রকি ছাড়াও আরও আট জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে CBI. গত সপ্তাহে পটনা থেকে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। আর এক পড়ুয়ার বাবাকে গ্রেফতার করা হয় গয়া থেকে। এখনও পর্যন্ত বিহারে ছয়টি এফআইআর দায়ের করেছে তারা, যার মধ্যে তিনটি পৃথক ঘটনায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে।


আরও পড়ুন: মামলাকারীদের আবেদনের জের, সুপ্রিম কোর্টে পিছল NEET-UG প্রশ্ন ফাঁস মামলার শুনানি


CBI সূত্রে খবর, হাজারিবাগ স্কুল থেকেই এই প্রশ্নফাঁস চক্রের সূচনা। সেখান থেকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় NEET-এর প্রশ্নপত্র। ৫ মে যে পরীক্ষা নেওয়া হয়, দু'দিন আগে তার প্রশ্নপত্রের নয়টি সেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শাখায় পৌঁছে গিয়েছিল, যাতে সেখানে নিরাপদে রাখা যায়। ওই ব্যাঙ্কের শাখা থেকে দুই সেট প্রশ্নপত্র হাজারিবাগের ওয়েসিস স্কুলে পাঠানো হয়, যেখানে পরীক্ষা নেওয়া হয়। 


ওয়েসিস স্কুল থেকেই প্রশ্নপত্র হাতবদল হয় কি না, তা যদিও এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ঘটনাক্রম বলছে, হয় ব্যাঙ্কের শাখা থেকে, নয়ত বা স্কুল থেকে অথবা স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় প্রশ্নপত্র হাতবদল হয়। অনলাইন মাধ্যমে প্রশ্নপত্র হাতবদল হয় কি না, সেই প্রশ্নও উঠছে। NEET পরীক্ষার দায়িত্বে থাকা NTA যদিও তা উড়িয়ে দিয়েছে। কোনও প্রশ্নপত্র গায়েব হয়ে যায়নি এবং বিহারে প্রশ্নপত্র রাখার বাক্সের তালাও যথাযথ অবস্থায় ছিল বলে দাবি তাদের। পড়ুয়াদের দেদার নম্বর দেওয়ার ক্ষেত্রে NTA-র যুক্তি, আদের সঙ্গে নতুন পাঠ্যবইয়ের ফারাক রয়েছে। বর্তমানে এক প্রশ্নের দু'টি সঠিক উত্তর হতে পারে। ৬৭ নয়, আসলে এবছর NEET-এ ১৭ জন শীর্ষস্থান দখল করেছেন বলেও জানিয়েছে তারা।। 


Education Loan Information:

Calculate Education Loan EMI