Nepal Earthquake LIVE News : নেপালে ফের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, কোথায় গিয়ে থামবে মৃত্যুমিছিল?

Nepal Earthquake LIVE updates: রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। আহত শতাধিক

ABP Ananda Last Updated: 04 Nov 2023 02:51 PM

প্রেক্ষাপট

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ( Nepal Earthquake ) মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮। মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। আহত শতাধিক। মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল...More

Nepal Earthquake Live : ভারত নেপালের জনগণের সঙ্গে আছে, X পোস্টে বার্তা মোদির

নেপালের ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন।  প্রধানমন্ত্রী X পোস্টে লিখেছেন: "নেপালে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোকাহত। ভারত নেপালের জনগণের সঙ্গে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। '