Nepal Protest Live Updates: নেপালে নতুন সরকার গঠনে তৎপরতা তুঙ্গে, উঠে আসছে একাধিক নাম

Nepal Protest: নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা।

Advertisement

ABP Ananda Last Updated: 11 Sep 2025 12:33 AM

প্রেক্ষাপট

কলকাতা: বাংলাদেশের পথেই নেপাল, গণঅভ্যুত্থানের পর চরম নৈরাজ্য। অশান্ত নেপাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমাণ্ডু বিমানবন্দর। নেপাল জুড়ে বেলাগাম তাণ্ডব, হোটেলে আগুন-শপিং মল লুঠ! নেপাল পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের পরে পশুপতিনাথ মন্দিরেও...More

Kolkata Metro: মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ

মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ। দালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানিকে কোচ তৈরির বরাত দিয়েছিল পূর্ব রেলওয়ে। এ পর্যন্ত মোট ৪৮টি মেট্রো কোচ আনা হয়েছে কলকাতায়। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.