নয়াদিল্লি: কাঠমাণ্ডুগামী উড়ানে বিপত্তি। স্পাইসজেটের উড়ানে কারিগরি ত্রুটি। উড়ানের ঠিক আগে রানওয়েতে থেমে গেল বিমান। AC ছাড়াই বহুক্ষণ বিমানের ভিতরে আটকে থাকতে হল যাত্রীদের। বিমানের ভিতর ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা। 

Continues below advertisement

আরও পড়ুন, ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ফিরছেন না কলকাতায়

Continues below advertisement

জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটছে নেপাল?

জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটছে নেপাল? আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। জেন Z-র তরফে সুশীলা কারকি ছাড়া প্রাক্তন আমলা কুলমান ঘিসিংয়ের নামেও সিলমোহর পড়েছে।

অশান্ত নেপালে বাড়ানো হয়েছে কার্ফুর মেয়াদ

অন্যদিকে, অশান্ত নেপালে বাড়ানো হয়েছে কার্ফুর মেয়াদ। নেপালে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বেকারত্ব, দুর্নীতির অভিযোগে গণবিদ্রোহের আগুনে নেপালে সংসদ ভবন পুড়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী KP শর্মা ওলি-সহ একাধিক মন্ত্রীর বাড়ি। অশান্ত গৌতম বুদ্ধের দেশ। নেপালের শাসনভার আপাতত সেনার হাতে। কাঠমাণ্ডুতে সেনার সদর দফতরের সামনে হাজির।

ওলির পর প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন ? অরাজক পরিস্থিতিতে কে দেশের হাল ধরবেন, ওলির পর প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কারকি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নেপালের প্রথম মহিলা বিচারপতি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির পর নেপালের কুর্সির দৌড়ে উঠে আসছে আরও একটি নাম।

ভারত-যোগ

জেন Z-র তরফে প্রাক্তন আমলা কুলমান ঘিসিঙের নামও প্রস্তাব করা হয়েছে। সুশীলা কারকির মতো কুলমান ঘিসিঙেরও রয়েছে ভারত-যোগ। জামশেদপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নেপালের এই প্রাক্তন আমলা। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কুলমান ঘিসিং। নেপালের বিদ্যুৎ সঙ্কট মেটানোর তিনিই প্রধান কারিগর। অন্যদিকে, নেপালজুড়ে গণঅভ্যুত্থানের তাণ্ডবের চিহ্ন। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)