নয়াদিল্লি : মর্মান্তিক। প্রাথমিকভাবে এই পরিণতি আঁচ করা যায়নি। কিন্তু, এবার সামনে এল প্রাণহানির খবর। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতিতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর সংবাদ সংস্থা ANI সূত্রের। ৩ শিশু-সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ১০ জন আহত। দিল্লির LNJP হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসারকে উদ্ধৃত করে এমন খবর তুলে ধরেছে সংবাদ সংস্থা। এদিকে ঘটনাস্থলে একে একে দিল্লি দমকল, দিল্লি পুলিশ, রেল পুলিশ, এনডিআরএফের টিম মোতায়েন করা হয়। দিনকয়েক আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটনা ঘটেছিল। মৌনি অমাবস্যার স্নানের জন্য হুড়োহুড়িতে ৩০ জনের মৃত্যু হয়েছিল। ফের মহাকুম্ভে যাওয়ার হুড়োহুড়িতে নয়াদিল্লি স্টেশনে ঘটে গেল মহাবিপর্যয়।
ঘটনা কী ?
প্রাথমিকভাবে রেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ কেপিএস মালহোত্র জানিয়েছিলেন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনায় ১৫ জন আহত হয়েছেন (প্রাথমিকভাবে জানিয়েছিলেন)। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। ওই প্ল্যাটফর্মে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরি করছিল। এই দুই এক্সপ্রেসের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। খবর অনুযায়ী, ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ১৪ নম্বর প্ল্যাটফর্ম এবং ১ নম্বর প্ল্যাটফর্মের এসকেলটরের কাছে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করে রেলমন্ত্রকও। মন্ত্রকের তরফে বলা হয়, রেল পুলিশ ও দিল্লি পুলিশ ঘটনাস্থলে (নয়াদিল্লি রেলস্টেশন) রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও কিছু পরেই সামনে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের কাছের মানুষদের হারালেন তাঁদের জন্য আমি ব্যাকুল। আমি প্রার্থনা করি যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন। পদপিষ্টে যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের সহায়তা করার রয়েছে প্রস্তুত।"
সামনে আসে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পোস্টও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নয়াদিল্লি রেল স্টেশ থেকে খুবই খারাপ খবর আসছে। সেখানকার প্ল্যাটফর্মে পদপিষ্টে প্রাণহানির ঘটনায় আমি খুবই ব্যথিত। এই কষ্টের সময়ে, আমার চিন্তায় শোকগ্রস্ত পরিবারগুলি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"