ওয়াশিংটন: ভয়াবহ দুর্ঘটনায় জখম হয়েছিলেন তিনি। পুড়ে গিয়েছিল দেহের ৮০ শতাংশ। ক্ষতিগ্রস্থ হয় দেহের একাধিক অঙ্গ। টানা আড়াই বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন যুবক। অঙ্গ প্রতিস্থাপনে ২২ বছরের যুবক ফিরে পেলেন মুখ এবং দুই হাত। থ্রিডি প্রিন্টেড কাটিং গাইডসের মাধ্যমে নয়া জীবন পেলেন তিনি।
ঘটনা ২০১৮ সালের জুলাই মাসের। রাতে অফিস করে নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন জয় দিমেয়ো নামে ওই ব্যক্তি। গাড়ি চালাতে চালাতে সেই সময় ঘুমিয়ে পড়েন তিনি। আর তাতে মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ে গাড়ি। উল্টে যায় গাড়িটি। বিস্ফোরণের জেরে পুড়ে যান ওই ব্য়ক্তি। তাঁকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
জানা গিয়েছে, ঘটনায় ওই ব্যক্তির দেহের ৮০ শতাংশ পুড়ে যায়। শরীরের একাধিক জায়গায় ছিল ক্ষত। ঠোঁট, চোখের পাতা নষ্ট হয়ে যায়। এমনকি চোখেও দেখতে পেতেন না তিনি। চার মাস হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি। প্রায় আড়াই মাস কোমায় ছিলেন ওই যুবক। চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে জীবন কাটাচ্ছেন জয়
নিজের দ্বিতীয় জীবন পেয়ে উচ্ছ্বসিত ওই যুবক। দিমেয়ো বলেন, দ্বিতীয়বার জীবন পেয়েছি। ফের আশার আলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টানেলের শেষেই একটা আলো থাকে। তাই কখনই ভেঙে পড়া উচিত নয়। গত বছর ১২ অগাস্ট প্রথম অস্ত্রোপচার হয়। দ্বিতীয় অস্ত্রোপচার হয় চলতি সপ্তাহে। ৯৬ জনের চিকিৎসকদের দল এই অস্ত্রোপচারে অংশ নেন। এই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক ডা. ইডাউরো রদ্রিগেজ। চিকিৎসক ডা. ইডাউরো রদ্রিগেজের কথায়, এটা আমাদের স্বীকার করতেই হবে যে জয় যথেষ্ট সহযোগিতা করেছেন।
চিকিৎসক জানিয়েছেন, মুখটা প্রতিস্থাপন করা হয়েছে। কপাল, কান, নাক, চোখের পাতা, ঠোঁট, থুতনি প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। রদ্রিগেজ বলেন, এটা যথেষ্ট কঠিন একটা অস্ত্রোপচার। মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
Joe Dimeo transplant: থ্রিডি প্রিন্টেড কাটিং গাইডসের যাদু, হাত মুখ ফিরে পেলেন অগ্নিদগ্ধ যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2021 12:20 PM (IST)
Joe Dimeo transplant in New Jersey: জানা গিয়েছে, ঘটনায় ওই ব্যক্তির দেহের ৮০ শতাংশ পুড়ে যায়। শরীরের একাধিক জায়গায় ছিল ক্ষত। ঠোঁট, চোখের পাতা নষ্ট হয়ে যায়। এমনকি চোখেও দেখতে পেতেন না তিনি। চার মাস হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -