New Parliament Inauguration Live: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী

সকাল সোয়া সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছে বসবে সোনার রাজদণ্ড 'সেঙ্গল'। 

ABP Ananda Last Updated: 28 May 2023 03:11 PM

প্রেক্ষাপট

গণতন্ত্রের পীঠস্থান ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়।...More

New Parliament Building Inauguration Live: সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন

সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন