New Parliament Inauguration Live: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী

সকাল সোয়া সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছে বসবে সোনার রাজদণ্ড 'সেঙ্গল'। 

ABP Ananda Last Updated: 28 May 2023 03:11 PM
New Parliament Building Inauguration Live: সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন

সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন

Parliament Building Inauguration Live Updates: দেশবাসীর পক্ষে অবিস্মরণীয় দিন, ট্যুইট প্রধানমন্ত্রী মোদির

দেশবাসীর পক্ষে অবিস্মরণীয় দিন, ট্যুইট প্রধানমন্ত্রী মোদির। সংসদ গণতন্ত্রের জন্য, প্রধানমন্ত্রী মনে করছেন রাজ্যাভিষেক, কটাক্ষ রাহুলের।

New Parliament Building Inauguration Live: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী

নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব আজ তাকিয়ে আছে ভারতের দিকে, ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর।

Parliament Building Inauguration Live Updates: সংসদ ভবন উদ্বোধন বয়কট ২১টি রাজনৈতিক দলের

সংসদ ভবন উদ্বোধন বয়কট ২১টি রাজনৈতিক দলের। নির্বাচিত জনপ্রতিনিধি বলেই প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন ভবনের উদ্বোধন, মঞ্চেই দাবি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের।

New Parliament Building Inauguration Live: কেন নতুন সংসদ ভবনের নির্মাণ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

কেন নতুন সংসদ ভবনের নির্মাণ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে ডাক দিলেন দেশের উন্নয়নে। 

Parliament Building Inauguration Live Updates: ‘দেশবাসীর আকাঙ্খার প্রতীক এই নতুন সংসদ ভবন’ মন্তব্য প্রধানমন্ত্রীর 

‘দেশবাসীর আকাঙ্খার প্রতীক এই নতুন সংসদ ভবন’ মন্তব্য প্রধানমন্ত্রীর 

New Parliament Building Inauguration Live: দেশবাসীকে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

Parliament Building Inauguration Live Updates:শুরু হল নতুন সংসদ ভবনের পথচলা 

শুরু হল নতুন সংসদ ভবনের পথচলা 

New Parliament Building Inauguration Live: আন্দোলনকারী কুস্তিগীরদের সংসদ অভিযানে বাধা পুলিশের, ধস্তাধস্তি

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই যন্তরমন্তরে তুলকালাম। আন্দোলনকারী কুস্তিগীরদের সংসদ অভিযানে বাধা পুলিশের, ধস্তাধস্তি। আটক বজরঙ্গ পুনিয়া,সাক্ষী মালিক।

Parliament Building Inauguration Live Updates: সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন

সংসদের নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন

New Parliament Building Inauguration Live: নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই দিল্লির যন্তর মন্তরে ধুন্ধুমার

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই দিল্লির যন্তর মন্তরে ধুন্ধুমার। 
আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এদিন নতুন সংসদ ভবন অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী মহিলা কুস্তিগিররা। পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। কয়েকজনকে আটক করে পুলিশ। অভিযান শান্তিপূর্ণ ছিল, পুলিশ ধস্তাধস্তি শুরু করে, দাবি আন্দোলনরত কুস্তিগির ভিনেশ ফোগতের।

Parliament Building Inauguration Live Updates: নতুন সংসদ উদ্বোধনে সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়

নতুন সংসদ উদ্বোধনে সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়

New Parliament Building Inauguration Live: উদ্বোধনের আগে যজ্ঞ-হোম, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী

উদ্বোধনের আগে যজ্ঞ-হোম, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী

Parliament Building Inauguration Live Updates: নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী

নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী

New Parliament Building Inauguration Live: 'ঐতিহাসিক পদক্ষেপ' নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রতিক্রিয়া যোগী আদিত্যনাথের 

'ঐতিহাসিক পদক্ষেপ' নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রতিক্রিয়া যোগী আদিত্যনাথের 

Parliament Building Inauguration Live Updates: কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন মেট্রো স্টেশনের সব গেট যাত্রীদের যাতায়াতে জন্য বন্ধ

কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন মেট্রো স্টেশনের সব গেট যাত্রী যাতায়াতে জন্য বন্ধ

New Parliament Building Inauguration Live: দেশ পেল নতুন সংসদ ভবন, উদ্বোধনের আগে যজ্ঞ-হোম

দেশ পেল নতুন সংসদ ভবন। উদ্বোধনের আগে যজ্ঞ-হোম। বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী। অংশ নিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পুজো শেষে সেঙ্গলকে প্রণাম মোদির।

Parliament Building Inauguration Live Updates:রাজদণ্ড স্থাপনের পর পুরোহিতদের প্রণাম প্রধানমন্ত্রীর

রাজদণ্ড স্থাপনের পর পুরোহিতদের প্রণাম প্রধানমন্ত্রীর

New Parliament Building Inauguration Live: প্রধানমন্ত্রীর সঙ্গে পুজোয় ওম বিড়লা 

প্রধানমন্ত্রীর সঙ্গে পুজোয় ওম বিড়লা 

Parliament Building Inauguration Live Updates:  লোকসভার স্পিকারের আসনের কাছে রাজদণ্ড বসালেন মোদি

 লোকসভার স্পিকারের আসনের কাছে রাজদণ্ড বসালেন মোদি

New Parliament Building Inauguration Live: রাজদণ্ডের সামনে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

রাজদণ্ডের সামনে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

Parliament Building Inauguration Live Updates: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন প্রধানমন্ত্রী 

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন প্রধানমন্ত্রী 

New Parliament Building Inauguration Live: নতুন সংসদ ভবনে থাকছে স্বাধীনতার অন্যতম প্রতীক ‘সেঙ্গল’

নতুন সংসদ ভবনে থাকছে স্বাধীনতার অন্যতম প্রতীক ‘সেঙ্গল’। ব্রিটিশরাজ থেকে মুক্তি এবং ভারতের স্বাধীনতার প্রতীক হিসাবে সেঙ্গল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই রাজদণ্ডই এবার জায়গা পাচ্ছে নতুন সংসদ ভবনে।

Parliament Building Inauguration Live Updates: পুরনো সংসদ ভবনের লোকসভায় ৫৪৩টি আসন নতুন ভবনে বেড়ে হচ্ছে ৮৮৮টি

পুরনো সংসদ ভবনের লোকসভায় ৫৪৩টি আসন নতুন ভবনে বেড়ে হচ্ছে ৮৮৮টি। রাজ্যসভার আসন ২৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮৪। 

New Parliament Building Inauguration Live: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট কংগ্রেস, তৃণমূল-সহ ১৯টি দলের

রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট কংগ্রেস, তৃণমূল-সহ ১৯টি দলের।

Parliament Building Inauguration Live Updates: প্রতীক্ষার অবসান,আজই নতুন সংসদ ভবন পেতে চলেছে দেশ

প্রতীক্ষার অবসান,আজই নতুন সংসদ ভবন পেতে চলেছে দেশ

প্রেক্ষাপট

গণতন্ত্রের পীঠস্থান ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে যোগ দেবে ২৫টি বিরোধী দলের সদস্যরা। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ ২১টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন। নতুন ভবনে থাকছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। তামিল পণ্ডিতরা এই সেঙ্গল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। লোকসভার স্পিকারের আসনের কাছে এই রাজদণ্ড বসাবেন মোদি। এরপর প্রার্থনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। পুজো, সেঙ্গল প্রতিস্থাপন ও প্রার্থনার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে এই পর্বের অনুষ্ঠান।এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি ফিল্ম দেখানো হবে। অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন মোদি। দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।


পুরনো সংসদ ভবনের পাশেই নতুন ভবন তৈরি করা হয়েছে। ত্রিভুজাকৃতি চারতলা বাড়ি প্রায় সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার জায়গার ওপর গড়ে উঠেছে। মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। নতুন ভবনে লোকসভা, রাজ্যসভা, সেন্ট্রাল লাউঞ্জ, সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়, কনস্টিটিউশন হল, গ্রন্থাগার, ডাইনিং রুম এবং থাকছে পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থা। জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি হয়েছে লোকসভা। রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.