= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু ভোটগণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় বালিকার মৃত্যু। ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ। সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমা ফেটে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: লেক কালীবাড়ির সামনে থেকে উধাও ব্যবসায়ীর গাড়ি ও ৪০ লক্ষ টাকা, গ্রেফতার চালক লেক কালীবাড়ির সামনে থেকে উধাও ব্যবসায়ীর গাড়ি ও ৪০ লক্ষ টাকা। ১৯ জুন কাপড়ের ব্যবসায়ী লেক কালীবাড়িতে পুজো দিতে যান। ফিরে এসে মেলেনি গাড়ি, গাড়িতে রাখা ছিল ৪০ লক্ষ টাকা।
রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। ভুবনেশ্বর থেকে গ্রেফতার ব্যবসায়ীর গাড়ির চালক, খিদিরপুরে উদ্ধার গাড়ি, ধৃত চালক উত্তরপ্রদেশের বাসিন্দা। ভুবনেশ্বরের হোটেলে গা ঢাকা, দক্ষিণ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কলকাতায় নিয়ে আসা হয়েছে চালককে, উদ্ধার হয়েছে ৩৯ লক্ষ টাকা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলেও দেখা করেননি, প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ চাকরিহারাদের বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলেও দেখা করেননি, প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ চাকরিহারাদের। চাকরিহারাদের বাধা পুলিশের, নবান্নের উদ্দেশে রওনা চাকরিহারাদের ২ প্রতিনিধির।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: ভোটগণনা চলাকালীনই নির্বাচন কমিশনের ভবনে আগুন ভোটগণনা চলাকালীনই নির্বাচন কমিশনের ভবনে আগুন। খালি করে দেওয়া হল পুরো বিল্ডিং। মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে এলেন কমিশনের আধিকারিক-কর্মীরা। পুরো বিল্ডিংয়ে আগুনের পোড়া গন্ধ। ওই ভবনের তিন ও চারতলায় কমিশনের অফিস। দোতলায় অন্য অফিসের ডেটা সেন্টারে আগুন। নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা কর্মীদের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: ফের উত্তাল বিধানসভা, গোটা সেশনের জন্য সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক ! ফের উত্তাল বিধানসভা, মনোজ ওরাওঁ, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষ সাসপেন্ড। গোটা সেশনের জন্য সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক। মার্শালদের টিম টেনেহিঁচড়ে বার করে নিয়ে গেল ৪ বিজেপি বিধায়ককে। ওয়াক আউট না করে, বিধানসভআর ভিতরে তুমুল বিক্ষোভ বিজেপির। বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। এদিন বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি। তিনি বলেন কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য, এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: কালীগঞ্জে চতুর্থ রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। চতুর্থ রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। চতুর্থ রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে নেমে গেলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Bypoll Result Live Update: কালীগঞ্জে প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। ২ নম্বরে উঠে এলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। ভোট গণনায় ৩ নম্বরে নেমে গেলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে রথযাত্রার হোর্ডিং ছেয়েছে শহরজুড়ে, রথের রাজনীতির ক্রমশ তীব্রতর হচ্ছে রথের রশিতে টান পড়তে এখন দিন কয়েক বাকি! কিন্তু পথজুড়ে রথের রাজনীতির ক্রমশ তীব্রতর হচ্ছে। দিঘার জগন্নাথধামে রথযাত্রা পালনের আহ্বান জানিয়ে শহরজুড়ে যখন হোর্ডিং দিচ্ছে রাজ্য সরকার, অন্যদিকে, তখন পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে রথযাত্রার হোর্ডিং ছেয়েছে শহরজুড়ে। সেই হোডিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। সেই হোর্ডিংয়ে হিন্দু ঐক্য়ের আহ্বান।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ১ লক্ষ ১১ হাজার ৬৯৬টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন ৬৪ হাজার ৭০৯টি ভোট। বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে হারান তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি পড়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে, কালীগঞ্জ আসনে বিজেপির থেকে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিল তৃণমূল। সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়ে ৫ হাজার ৮৪০ জন ভোটারের নাম। তাঁদের মধ্যে ৩ হাজার ৪২৬ জন মৃত। কালীগঞ্জে প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ভোটারের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Bypoll Result Live Update: আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। সকাল ৮ টা থেকে গণনা শুরু হবে পানিঘাটা হাইস্কুলে। প্রথমে পোস্টাল ব্যালট। তারপরে ইভিএম-এর ভোটগণনা হবে। গণনার জন্য দুটি হল ঘর থাকছে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ঢোকার মুখে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র্যাফ। দ্বিতীয় স্তরে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে কেবলমাত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী।নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০ রাউন্ড গণনার মাধ্যমেই ৩০৯ টি বুথের ফলাফল সম্পূর্ণ করা যাবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Iran-Israel Tension: ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প, এবার কী করবে দুই শক্তিধর দেশ - রাশিয়া ও চিন ? ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই হামলার পর প্রশ্ন উঠছে, এবার কী করবে দুই শক্তিধর দেশ - রাশিয়া ও চিন? ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে? নাকি, ইরানকে অস্ত্র সাহায্য করে ঘুরপথে আমেরিকাকে শায়েস্তা করার চেষ্টা করবে?