নয়াদিল্লি: গত ২৪-ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে ৯ জঙ্গিকে খতম করেছে ভারতীয় বাহিনী।
দক্ষিণ কাশ্মীরের বাটপুরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৪ জঙ্গি। এই জঙ্গিরা নিরীহ নাগরিকদের হত্যা করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে জঙ্গি-সেনা সংঘর্ষে খতম হয়েছে আরও ৫ জঙ্গি। গুলি বিনিময়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ২ জওয়ান গুরুতর আহত হন। শেষ খবর মেলা পর্যন্ত, তীব্র তুষারপাত ও দূর্গম এলাকা হওয়ার কারণে আহতদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়াকে হাতিয়ার করে কেরন সেক্টর দিয়ে এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। কিন্তু, সতর্ক ছিল বাহিনী। জঙ্গিদের দেখতে পেয়েই রুখে দাঁড়ায় জওয়ানরা। দুপক্ষের মধ্যে গুলি-বিনিময় শুরু হয়। গুলিবর্ষণ করতে করতে পিছু হঠতে শুরু করে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখার কাছে তাঁদের ধাওয়া করেন জওয়ানরা।
২৪-ঘণ্টায় জম্মু-কাশ্মীরে খতম ৯ জঙ্গি, নিহত এক জওয়ান, আহত আরও ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2020 11:21 AM (IST)
তীব্র তুষারপাত ও দূর্গম এলাকা হওয়ার কারণে আহতদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -