নয়াদিল্লি: নির্ভয়া-গণধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সুপারিশ করল কেন্দ্র। ইতিমধ্যেই, আবেদনের ফাইল খারিজ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন দিল্লি সরকারও বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছে।
পাশাপাশি, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার অনুরোধ করেছেন নির্ভয়ার বাবা-মা। তাঁরা জানিয়েছেন, মৃত্যুদণ্ড এড়াতে দোষী মরিয়া প্রচেষ্টা করছে। প্রাণভিক্ষার আবেদন গৃহীত হলে বিচারব্যবস্থার ওপর থেকেই বিশ্বাস ও ভরসা উঠে যাবে। তাঁরা আরও জানান, ঘটনার জেরে অসহনীয় মানসিক আঘাত, বেদনা ও ষন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিচারের প্রতিক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর, ২৩ বছরের তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণ করে এক নাবালক সহ ৬ জন। কয়েকদিন পর, চিকিৎসা চলাকালীন মারা যান নির্ভয়া। নিম্ন আদালত ৫ জনকে ফাঁসির সাজা দেয়। পরে, দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও ফাঁসির সাজা বহাল থাকে। ২০১৭ সালে বিনয়ের মৃত্যুদণ্ড লাঘবের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।
নির্ভয়ার মা আশাদেবী বলেন, বিচারের আশায় গত সাত বছর ধরে আমি প্রত্যেক দুয়ারে ঘুরে বেরাচ্ছি। আমি দেশের বিচারব্যবস্থা এবং সরকারের কাছে আবেদন রাখতে চাইছি, নির্ভয়ার ভয়াবহ পরিণতি যারা করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফাঁসিতে ঝোলানো উচিত।
নির্ভয়াকাণ্ড: মৃত্যুদণ্ডপ্রাপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ করতে রাষ্ট্রপতিকে সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2019 06:09 PM (IST)
২০১২ সালের ১৬ ডিসেম্বর, ২৩ বছরের তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণ করে এক নাবালক সহ ৬ জন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -