মুম্বই: মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা ও গুজরাতের জন্য লাল সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি। তারা জানিয়েছে, আরব সাগরে শক্তিশালী হয়েছে নিসর্গ নামের ক্রান্তীয় ঘূর্ণিঝড়, শীঘ্রই তা আছড়ে পড়তে পারে। এর ফলে মহারাষ্ট্র উপকূল ও গুজরাতে ঝোড়ো হাওয়া বইতে পারে, হতে পারে তুমুল বৃষ্টি।
কেরল, উপকূলবর্তী কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার জন্য আজ কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। আগামীকালের জন্যও মহারাষ্ট্র উপকূল ও গোয়ার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। আইমএমডি-র সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ ঘণীভূত হয়েছে, আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে ঘূর্ণিঝড়। ২ তারিখ থেকে তা উত্তরমুখী হবে, তারপর যাবে উত্তর-উত্তর পূর্ব দিকে। সেখান থেকে তা ঢুকতে উত্তর মহারাষ্ট্রে ও দক্ষিণ গুজরাত উপকূলে।
উত্তর ও দক্ষিণ গুজরাত উপকূলের যে মৎস্যজীবীরা আরব সাগরে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, ৪ তারিখ পর্যন্ত না বার হতে।
আগামীকাল হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার গতিতে, দক্ষিণ গুজরাত উপকূলে হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ফুঁসে উঠতে পারে সমুদ্র। ৩-৪ তারিখ ঝড়ের গতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে, গুজরাত উপকূলে তা বইতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে। সমুদ্রের অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে। আইএমডি বলছে, জুন মাসে মহারাষ্ট্রে কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়েনি। ১৯৪৮ ও ১৯৮০ সালে দুটি নিম্নচাপের ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার পরিস্থিতি হয় কিন্তু শেষপর্যন্ত জুনে কোনও ঘূর্ণিঝড় হয়নি। সতর্কতা জারি করার জন্য হাতে খুব বেশি সময় না থাকায় উপকূলবর্তী এলাকায় চোখে পড়ার মত ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিসর্গ, মহারাষ্ট্র, গুজরাতে লাল সতর্কতা জারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 10:31 AM (IST)
উত্তর ও দক্ষিণ গুজরাত উপকূলের যে মৎস্যজীবীরা আরব সাগরে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, ৪ তারিখ পর্যন্ত না বার হতে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -