নয়াদিল্লি: লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দমবন্ধ হয়ে আসছে সাধারণ মানুষের। কিন্তু কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তরা কার্যতই ব্রাত্য রয়ে গিয়েছেন। সেই নিয়ে লাগাতার সমালোচনার মুখে পড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন কেন্দ্রের মন্ত্রী নিতিন গড়কড়ী। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে পণ্য ও পরিষেবা করের বাইরে রাখতে অনুরোধ জানালেন তিনি। (Nitin Gadkari)


অতি সম্প্রতি তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরেছেন মোদি। কিন্তু তাঁর সরকারের বাজেট দেখে হতাশ সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে বিজেপি-র অন্যতম বর্ষীয়ান নেতা, মোদির সরকারের মন্ত্রী গড়কড়ী এবার নির্মলাকে চিঠি দিয়ে সাধারণ মানুষকে রেহাই দিতে অনুরোধ করলেন। বিজেপি-র অভিভাবক সংস্থা RSS-এর সদর দফতর যে নাগপুর, সেখানকার জীবন বিমা কর্মী ইউনিয়নের তরফে এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এর পরই নির্মলাকে চিঠি দিলেন গডকড়ী। (Nirmala Sitharaman)


চিঠিতে গড়কড়ী জানিয়েছেন, ইউনিয়নের তরফে বিশেষ করে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর GST বসানোর বিরোধিতা করা হয়েছে। এই দুই ক্ষেত্রেই ১৮ শতাংশ GST দিতে হয়। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার জীবনের অনিশ্চতার জন্যই করান মানুষ। এর উপর চড়া কর নেওয়ার কহাঁতক যুক্তিযুক্ত, প্রশ্ন তুলেছে ইউনিয়ন। 


আরও পড়ুন: Ladakh Temperature Rise: হিমবাহ গলছে, উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রা, লাদাখে এবার বিমান বাতিল করতে হল


নির্মলার উদ্দেশে গডকড়ী লেখেন, 'ইউনিয়নের মতে, জীবনের ঝুঁকির কথা জেনে মানুষ বিমা করান, যাতে পরিবারের জন্য কিছু রেখে যেতে পারেন।  সেই বিমার প্রিমিয়ামের উপর কর নেওয়া উচিত নয়। একই ভাবে, স্বাস্থ্যবিমার উপরও ১৮ শতাংশ কর চাপানোয়, বিমার বাজারেও প্রভাবে পড়েছে। স্বাস্থ্যবিমা সামাজিক ভাবেই অত্যন্ত জরুরি। তাই GST প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে'।


বাজেট নিয়ে চারিদিকে যখন অসন্তোষ, সেই আবহে নির্মলাকে লেখা গডকড়ীর এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চিঠিতে নাগপুরের ইউনিয়নের উল্লেখও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ নাগপুর RSS-এর সদর দফতর। গড়কড়ী নিয়ে RSS থেকে এসেছেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে RSS-এর সঙ্গে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের মতানৈক্যের খবর সামনে আসে বার বার। 


একই ভাবে, কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধীরাও লাগাতার কেন্দ্রকে নিশানা করে চলেছেন। বাজেটে বিজেপি-র শরিক দুই দল শাসিত রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ভরিয়ে দিয়ে, বিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা হয়েছে বলে অভিযোগ তাঁদের।