নয়াদিল্লি: ইচ্ছে মতো জিন্স, টি-শার্ট বা যে কোনও জুতো পরে অফিসে চলে আসা যাবে না। চুল, দাঁড়ি নিয়েও হতে হবে সতর্ক। নয়া পোশাক বিধি চালু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দফতর। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেখানেই পোশাক পরিচ্ছদ নিয়ে একাধিক বিধিনিষেধ উল্লেখ করা হয়েছে।
নয়া নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ফর্মাল শার্ট, প্যান্ট এবং ফর্মাল জুতো অর্থাৎ পুরোপুরি ফর্মাল পোশাকেই অফিসে আসতে হবে। শুধু তাই নয়, চুল কেটে, দাড়ি-গোঁফ ক্লিন সেভ করেই ঢুকতে হবে অফিসে।
সিবিআইয়ের নতুন ডিরেক্টর সুবোধকুমার জয়সওয়াল সংস্থার আধিকারিক এবং কর্মীদের জন্য নয়া বিধি চালু করেছেন। গত ২৫ মে তদন্তকারী সংস্থার নতুন অধিকর্তা হয়েছেন তিনি। তারপরই চালু করলেন এই নতুন নিয়ম।
জানানো হয়েছে, নিয়মগুলি সারাদেশের সিবিআই অফিসগুলির ক্ষেত্রেই প্রয়োগ করা হবে। প্রতিটি শাখায় এই নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা দফতরের প্রধানদের নিশ্চিত করতে বলা হয়েছে।
নতুন নিয়মে শুধু পুরুষদেরই নয়, পাশাপাশি মহিলাদের জন্যও ড্রেস কোড চালু হয়েছে। জানানো হয়েছে শাড়ি বা শার্ট পরে অফিসে আসতে হবে মহিলাদের। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংস্থার সমস্ত শাখা অফিসে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআই-এর এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, যদিও ফর্মাল পোশাক পরে আসা উচিৎ তাও গত কয়েক বছর ধরে অনেকেই ক্যাজুয়াল’ পোশাক পরে অফিসে আসা শুরু করেছিলেন। যা কিছুতেই বন্ধ হচ্ছিল না।
ডিরেক্টরের অনুমোদনক্রমে এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছেন সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টরটি ম্যাথিউ। সেই নির্দেশিকায় বলা হয়েছে যথাযথ ভাবেই অফিসে আসতে হবে সিবিআই স্টাফ ও অফিসারদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিলেন সিবিআইয়ের নয়া ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। এর আগে সুবোধ কুমার জয়সওয়াল মহারাষ্ট্র পুলিশ প্রধান, র'এর আধিকারিক হিসাবেও কর্মরত ছিলেন। ১৯৮৫ ব্যাচের এই আইপিএস আধিকারিক সিবিআইয়ের অন্দরে প্রশাসনিক আরও বেশ কিছু সংস্কারের কাজেও হাত দিয়েছেন।