নয়াদিল্লি: দিল্লি সরকার নির্দেশ দিয়েছে, রাজধানীর করোনা আক্রান্তদের আর হোম কোয়ারান্টাইন করা যাবে না, ৫ দিনের জন্য সকলকে কোনও নির্দিষ্ট জায়গায় কোয়ারান্টাইন করতে হবে, যার নাম ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইন। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল এই নির্দেশে সই করেছেন।


দিল্লিতে সঙ্কটজনক হারে বাড়ছে করোনা। খোদ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ভর্তি আইসিইউ-তে, অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। পরিস্থিতি দেখে অরবিন্দ কেজরীবাল সরকার প্রত্যেক করোনা পজিটিভকে ৫ দিনের ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে থাকতে হবে, যাতে সংক্রমণ না ছড়ায়।

নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক করোনা পজিটিভ রোগীকে ৫ দিন ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপর যাঁরা অ্যাসিম্পটম্যাটিক, তাঁদের পাঠানো হবে হোম কোয়ারান্টাইনে। এর মধ্যে যদি কাউকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে, তা করতে হবে। না হলে হোম কোয়ারান্টাইন থেকে হোম আইসোলেশন। লেফটেন্যান্ট গভর্নর বলেছেন, মনে করা হচ্ছে, শারীরিকভাবে নজরদারি না করে রোগীকে হোম আইসোলেশনে রাখার ফলে করোনা সংক্রমণ দিল্লিতে এত বেড়ে গিয়েছে। ফলে প্রত্যেক রোগীকে শারীরিকভাবে পৃথক রাখা জরুরি।  জেলা স্তরের আধিকারিকরা নজরে রাখবেন তাঁদের।


সরকারি হিসেবমত দিল্লিতে এই মুহূর্তে ৮,৫০০-র মত করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন।