নয়াদিল্লি: দেশ জুড়ে কোভিড সংক্রমণের ভয়াবহতার মধ্যেই স্বস্তির খবর। দেশের ১৮০ টা জেলায় গত একসপ্তাহে নতুন করে কেউ করোনা সংক্রমিত হননি। পাশাপাশি ১৮ টি জেলায় গত ২ সপ্তাহে কোনও নতুন করোনার কেস নেই। শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। 


এ দিন একটি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ১ সপ্তাহে সবমিলিয়ে দেশের মোট ১৮০ টি জেলায় নতুন কোনও কোভিড কেস হয়নি। তালিকায় এরপরেই রয়েছে ১৮টি জেলা। এই জেলাগুলোতে গত ২ সপ্তাহে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। পাশাপাশি দেশের ৫৪টি জেলায় নতুন কোনও করোনা সংক্রমণের খবর নেই। 


উল্লেখ্য, দেশে দৈনিক মৃত্যু চার হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শুক্রবার


দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫।  বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। 


সবমিলিয়ে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।


অন্যদিকে ফের করোনা সংক্রমণে রেকর্ড রাজ্যে।  এবার এক দিনে ১৯ হাজারেরও বেশি আক্রান্ত হলেন বাংলায়। সেইসঙ্গে লাগাতার চারদিন ধরে, রাজ্যে ১০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে রোজ।