দিল্লি : সেকেন্ড ওয়েভে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে নাইট কারফিউ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী করোনা সচেতনতায় আরও সতর্ক থাকার কথা বলেছেন। টিকা নেওয়ার ব্যাপারেও জোর দিয়েছেন। এদিকে, করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আবার একটা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ? আবার কি তবে লকডাউন ?  ট্রেন-বাস চলবে তো ? লকডাউন যে আর আপাতত নয়, সে ব্যাপারে গতকালই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আজ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা আশ্বস্ত করলেন এই বলে, ট্রেন পরিষেবা কাটছাঁট বা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।  


সুনীত শর্মা জানান, প্রয়োজনমাফিক ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রেল প্রস্তুত। যখন যেমন চাহিদা, তেমন পরিষেবা দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। গরমের সময় এমনিতেই চাহিদা থাকে। এবং সেই চাহিদা মেটাতে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে।    


করোনা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে ট্রেনে যাতায়াতের ছবিতে হঠাৎ একটা গতি লক্ষ্য করা গিয়েছে।  অনেকেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতবারের হঠাৎ করে লকডাউন ঘোষণা যদি হয় সে কারণেই এই গতি। সুনীত শর্মা বলেন, চাহিদা অনুযায়ী ট্রেন পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে রেল। তিনি আরও বলেন, যাঁরা যাত্রা করতে চান, তাঁদের জন্য ট্রেনের কোনও ঘাটতি নেই। ট্রেনে চড়তে কোভিড নেগেটিভ সার্টিফিকেটের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি জানান,মহারাষ্ট্রে ট্রেন পরিষেবা বন্ধ করা বা কাটছাঁট করার ব্যাপারে কোনওরকম কোনও নির্দেশিকা তারা পায়নি।   


এদিকে, সমস্ত রেকর্ড ভেঙে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।  একদিনে সংক্রমিত ১,৩১,৯৬৮ জন।  অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যার বিচারে চতুর্থ স্থানে ভারত। দৈনিক মৃত্যুতেও রেকর্ড। নতুন করে মারা গিয়েছেন ৮০২ জন। মোট মৃতের সংখ্যা এক লক্ষ সাতষট্টি হাজার ছশো চুরানব্বই।