নয়াদিল্লি : দেশজুড়ে কমছে করোনা (Corona) সংক্রমণ। সংক্রমণের গ্রাফ দেড়বছরে সর্বনিম্ন। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা স্বস্তি দিচ্ছে, তেমনই অস্বস্তি বাড়াচ্ছে অন্য একটা সংখ্যা। যা হল দ্বিতীয় ডোজ (Corona Vaccine) নিতে অনিচ্ছুকদের। টিকাগ্রহীতার সংখ্যা হোক বা পর্যাপ্ত ভ্যাকসিন, রয়েছে সবই। কিন্তু তাও যেভাবে অনেকেই ভিন্ন কারণের জেরে জোড়া ডোজ সম্পূর্ণ করছেন না, তাতে বাড়ছে আশঙ্কা। সঙ্গে ক্রমশ সামনে আসছে মারণ ভাইরাসের একাধিক প্রকারভেদ (Corona Virus Variant)।
এই অবস্থায় অনেকের মনেই আশঙ্কা জোড়া টিকা (Double Dose) নেওয়ার পর এবার কি লাগবে বুস্টার ডোজও (COVID-19 Vaccine Booster Dose)? চলতে থাকা ধাঁধা কাটালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর প্রধান চিকিৎসক বলরাম ভার্গব ( Dr Balram Bhargava)। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, করোনা রুখতে জোড়া টিকার পরেও বুস্টার ডোজ নিতে হবে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা এখনও পর্যন্ত নেই।
আইসিএমআর অধিকর্তা বলেছেন, 'দেশে যাতে প্রাপ্তবয়স্ক সবাই করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পায়, সেটা নিশ্চিত করাই এই মুহূর্তে মূল লক্ষ্য। শুধু ভারতই নয়, বিশ্বের সব দেশের কাছেই। পাশাপাশি কোভিডের বিরুদ্ধে লড়তে বুস্টার ডোজ প্রয়োজন বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা এখনও পর্যন্ত নেই।' বিশ্বের বেশ কিছু দেশে এই মুহূর্তে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা প্রসঙ্গে পরীক্ষা-নিরীক্ষা চলছে। যার কোনও নিশ্চিত উত্তর বা ব্যাখ্যা এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি বলেই খবর।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে গোটা দেশজুড়ে শুরু হয়েছিল ভ্যাকসিনেশন (Covid Vaccination) প্রক্রিয়া। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ ভারতীয়কে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, দেশের ৮২ শতাংশ নাগরিক করোনা ডোজের প্রথমটি নিয়েছেন। কিন্তু দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৪৩ শতাংশ দেশবাসী।
আরও পড়ুন- 'হয় টিকা নিন, নয় মৃত্যুর জন্য প্রস্তুত হন', নাগরিকদের সতর্ক করল জার্মানি