নয়া দিল্লি: জার্মানিতে কয়েক মাসে অনেকটাই বেড়েছে সংক্রমণ। এই আবহে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান সোমবার সে দেশের নাগরিকদের সতর্ক করলেন। তিনি বলেন হয় দেশের নাগরিকদের হয় টিকা নিয়ে সুস্থ হতে হবে নয় মৃত্যু হবে। দেশের নাগরিকদের টিকা নেওয়ার আবেদন জানান তিনি। 


জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সম্ভবত এই শীতের শেষের দিকে, যেমনটি মাঝে মাঝে বলা হয়, জার্মানির প্রায় সবাইকে টিকা নিতে হবে। সুস্থ হতে হবে, নয়ত মরতে হবে। কারণ এই ডেল্টা প্রজাতি অত্যন্ত সংক্রামক। তাই আমরা এত জরুরিভাবে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছি।"                                              


সম্প্রতি জার্মানিতে রেকর্ড বৃদ্ধি হয়েছে করোনার। হাসপাতালে উপচে পড়ছে ভিড়। ইনটেনসিভ কেয়ারে রোগী বৃদ্ধির সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিনামূল্যে করোনভাইরাসের ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে। কিন্তু তা স্বত্ত্বেও জার্মান জনসংখ্যার মাত্র ৬৮ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে মহামারী নিয়ন্ত্রণে রাখতে এই সংখ্যা খুব কম। 


রবার্ট কোচ ইনস্টিটিউট স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ জার্মানি সোমবার আরও ৩০৬৪৩টি  নতুন করোনা কেস যুক্ত করেছে। মহামারী শুরুর পর থেকে এখনও মোট ৫.৩ মিলিয়নেরও বেশি নিয়ে এসেছে। গত ২৪ ঘন্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ মানুষ মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রীর কথায় "আমাদের অনেক হাসপাতালে খুব, খুব কঠিন পরিস্থিতি রয়েছে।" 


এদিকে, করোনায় দেশে কমল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।  যা গত দেড়বছরে সর্বনিম্ন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৮।   গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে  ২৩৬ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৯।