নয়াদিল্লি: চিনা সেনাবাহিনীর সঙ্গে গত সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ানে সেক্টরের হাতাহাতি, লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পাশাপাশি একাধিক ভারতীয় জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মিডিয়ায় বেরনো খবরের সত্যতা খন্ডন করল ভারতীয় সেনা কর্তৃপক্ষ। বুধবারই নিউইয়র্ক টাইমস-এ ‘ইন চায়না-ইন্ডিয়া ক্ল্যাশ, টু ন্যাশনালিস্ট লিডার্স উইথ লিটল রুম টু গিভ’ শিরোনামে বেরনো প্রতিবেদনে ওই দাবি করা হয়। কিন্তু আজ সেনাবাহিনী থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, স্পষ্ট বলা হচ্ছে, কোনও ভারতীয় সেনাই কর্মরত অবস্থায় নিখোঁজ হননি। নিউ ইয়র্ক টাইমস-এ বেরনো প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি, জানান সেনার মুখপাত্র। ভারতীয় মিডিয়ার একাংশেও দাবি করা হয়, একাধিক ভারতীয় সেনার খবর নেই সংঘর্ষের পর থেকে।
এদিকে চলতি সংঘাত, উত্তেজনা কমাতে আজই মেজর জেনারেল স্তরের অফিসারদের নেতৃত্বে পূর্ব লাদাখে বৈঠক করেন ভারত, চিনের সামরিক কর্তারা। চলতি সীমান্ত সংঘাত শুরুর পর থেকে এই নিয়ে সাতবার বৈঠক হল। গালওয়ান উপত্যকার সেদিনের ভয়াবহ ঘটনার পর এটি তৃতীয় বৈঠক। তার মধ্যেই জওয়ানদের খোঁজ না মেলার খবর খারিজ করল ভারতীয় সেনা।
১৫-১৬ জুন মধ্যরাতে পেট্রল পয়েন্ট ১৪-র কাছে যেখানে সংঘর্ষ হয়েছিল, আজ সেখানেই বৈঠক করেন ভারত, চিনের সেনা অফিসাররা। গত ৪৫ বছরে এই প্রথম চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের প্রাণহানি হয়েছে। চিন সরকারি ভাবে কিছু না বললেও একাধিক রেডিও বার্তা থেকে পাওয়া সঙ্কেতের সাহায্যে ভারতের তরফে চিনের ৪৩জনের হতাহত হওয়ার দাবি করা হয়েছে।