বেঙ্গালুরু : ভয়ঙ্কর ঘটনা ! 'ইনস্টাগ্রাম বন্ধুর' প্রেমের প্রস্তাবে সাড়া দেননি। আর তাই রাস্তার মধ্যেই মার খেতে হল এক তরুণীকে ! এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এই ভয়াবহ ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। সিসিটিভিতে ধরা পড়েছে ওই ভয়ানক মুহূর্ত। সূত্রের খবর, ইনস্টাগ্রামে তরুণীকে অনেকদিন ধরে 'সম্পর্কে' যাওয়ার জন্য জোর করছিলেন এক যুবক। রাজি হননি তরুণী। আর তার জেরেই প্রকাশ্য রাস্তায় মার খেতে হল তাঁকে। স্বভাবতই বেঙ্গালুরুর রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন।               

Continues below advertisement

গত ২২ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে বলে খবর। বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি স্কুটির পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। অনুমান, অনলাইনে রাইড বুক করেছিলেন তিনি। সেই সময়েই ওই জায়গায় একটি গাড়িতে করে আসেন অভিযুক্ত যুবক। প্রথমে অভিযুক্ত তরুণীর ব্যাগ নিয়ে ঘাঁটতে শুরু করেন। তারপর এগিয়ে যান তরুণীর দিকে। পরমুহূর্তেই তরুণীর উপর চড়াও হন ওই অভিযুক্ত যুবক। ক্রমাগত তরুণীর মাথায় এবং পিঠে আঘাত করতে থাকেন অভিযুক্ত যুবক। রাস্তা দিয়ে তরুণীকে হিড়হিড় করে টেনে নিয়ে যেতেও দেখা গিয়েছে ওই অভিযুক্তকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন কাণ্ড যখন ঘটছিল, তখন আশপাশেই ছিলেন ২-৩ জন। অথচ কেউই তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেননি। সূত্রের খবর, অভিযুক্তের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম নবীন কুমার।                 

এই ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। ২০২৪ সালে নবীনের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয়েছিল তরুণীর। এরপর থেকে ফোনে কথা শুরু হয় তাঁদের। দু'জনের মধ্যে আদানপ্রদান হতো মেসেজেরও। তরুণীর অভিযোগ, সময় যত এগোতে থাকে, নবীন তাঁকে সম্পর্কে জড়ানোর জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু এই ব্যাপারে রাজি হননি তরুণী। এরপর ২২ ডিসেম্বর নবীন গাড়ি করে তরুণীর পিজি- র সামনে যান বলে অভিযোগ। রাস্তায় তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখেই তাঁর উপর নবীন চড়াও হন বলে অভিযোগ। তারপর প্রকাশ্য রাস্তাতেই শুরু হয় মারধর। অভিযুক্ত নবীনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কেন নবীন এই কাণ্ড ঘটালেন, তা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।                

Continues below advertisement