অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। রেল বোর্ডের অনুমতি পেলেই মেট্রো চালু করা যাবে। সূত্রের খবর, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর ট্রেন চালু করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই রুটে মেট্রো চালু হলে জুড়ে যাবে কালীঘাট ও দক্ষিণেশ্বের, এই দুই তীর্থস্থান।


২০১০-১১-র রেলবাজেটে এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে শহরের আর এক রুটে মেট্রো চালুর সবুজ সঙ্কেত মিলল।  কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেল নোয়াপাড়া - দক্ষিণেশ্বরে মেট্রো প্রকল্প। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বের পর্যন্ত ৪ কিলোমিটার মেট্রোর সম্প্রসারিত অংশের কাজ শেষ হয়ে গিয়েছিল আগেই। কমিশনার অফ রেলওয়ে সেফটি গত ৫ ফেব্রুয়ারি এলাকা পরিদর্শন করেন।  মেট্রোর তরফে ছাড়পত্রের আবেদন করা হয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে সেই ছাড়পত্র মিলল। তবে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ছাড়পত্রে যে শর্ত দেওয়া হয়েছে, তাতে সমস্যা তৈরি হবে না।


যেহেতু চলতি মাসেই রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হবে, এবং ভোটের দিন ঘোষণার পর উন্নয়নমূলক প্রকল্প চালু করা যায় না, তাই তার আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বের মেট্রো চালুর বিষয়ে তৎপর কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, এবার রেল বোর্ডকে মেট্রো কর্তৃপক্ষ জানাবে, কমিশনার অফ রেলওয়ে সেফটি-র ছাড়পত্র মিলেছে। রেল বোর্ড অনুমতি দিলেই এই রুটে মেট্রো চালু করা যাবে। নিউ গড়িয়া থকে নোয়াপাড়া মেট্রোর সম্প্রসারণ হল নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রো।  কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়ার পর থাকছে ২টি স্টেশন। বরাহনগর এবং প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর।