Modi Dakshineswar Metro Inauguration LIVE: পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র, নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর উদ্বোধনে বললেন মোদি
PM Modi Dakshineswar Metro Inauguration LIVE Updates in Dunlop: সপ্তাহে কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে। নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন হচ্ছে, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন , আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।
উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করতে এসে বললেন প্রধানমন্ত্রী।
এদিন মোদি বলেন, দেশের একশোতম কিষাণ রেল মহারাষ্ট্র থেকে বাংলার শালিমার পর্যন্ত চালানো হয়েছে। ফল, সব্জি, দুধ আর মাছচাষের সঙ্গে যুক্তরা এখন মুম্বই ও পুণের বাজারেও পৌঁছে যাচ্ছে।‘
দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধনে মোদি বলেন, হুগলি ও কলকাতার রেলওয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হচ্ছে। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন।
মোদির কথায়, আধুনিক পরিকাঠামো তৈরিতে মনোনিবেশ করতেই হবে। চাষবাষ, ভ্রমণ ব্যবসা-সহ সমস্ত বিষয়ে জোর দিতে হবে। কর্মসংস্থানের ব্য়বস্থা করতে হবে।‘
হাইওয়ে, রেলপথ, জলপথ, সবরকম সংযোগ ব্যবস্থাতেই জোর দেওয়া হচ্ছে গোটা দেশে। বাংলাতেও হচ্ছে। জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত হচ্ছে। বাংলার সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাচ্ছে। ফ্রেট করিডরের দারুণ সুবিধা পাবে বাংলা।
কলকাতা যাতায়াতের জন্য আধুনিক ও দ্রুত গতি সম্পন্ন ট্রান্সপোর্ট পেয়ে গেল। উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিধানসভা ভোটের আগেই মেট্রো চেপে পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে! কিন্তু, তার জন্য গুণতে হবে না বেশি ভাড়া! আজ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এই রেল লাইন একসঙ্গে কৃষি থেকে শিল্পাঞ্চল জুড়বে। তাতে উপকৃত হবে সাধারণ মানুষ। জানালেন প্রধানমন্ত্রী
ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইনের ফলে হুগলির উপর চাপ কমবে। হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন হলেও চাপ কমবে।
ভারতে যা উদ্বোধন হচ্ছে তাতে মেড ইন ইন্ডিয়ার ছাপ আছে। সব কিছুতে ভারতীয় প্রযুক্তির ছাপ আছে। পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র।
প্রেক্ষাপট
হুগলি: চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে। মেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহে কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে। নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন হচ্ছে, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন , আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -