কলকাতা: ঘোষিত হল এই বছরের নোবেল শান্তি পুরস্কার। ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারে (Nobel Peace Prize 2023) সম্মানিত করা হয়েছে ইরানের (Iran) মানবাধিকার এবং মহিলা অধিকার কর্মী নার্গিস মহম্মদিকে (Narges Mohammadi)। ৬ অক্টোবর, শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। এখন নার্গিস মহম্মদি সেই দেশে জেলবন্দি রয়েছেন।
ইরানে নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা এবং মানবাধিকার (Human Rights) এবং স্বাধীনতা সপক্ষে তাঁর লড়াইয়ের কারণেই এবার তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
এখন ইরান সরকারে জেলবন্দি করে রেখেছে এই মানবাধিকার কর্মীকে। গত বছরের নভেম্বরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৯ সালের আন্দোলনে যাঁরা নিহত হয়েছিলেন তাঁদের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
নরওয়ের নোবেল কমিটির তরফে Berit Reiss-Andersen বলেছেন, 'নার্গিস মহম্মদি ইরানে যেভাবে লড়েছেন, যেভাবে আন্দোলন করেছেন এই পুরস্কার তার স্বীকৃতি।' তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন, নার্গিস মহম্মদি এখনও পর্যন্ত ১৩ বার জেলবন্দি হয়েছেন, ৫ বার দোষী সাব্যস্ত হয়েছেন।
২০১১ সালে প্রথম বার গ্রেফতার হয়েছিলে নার্গিস মহম্মদি। তার ২ বছর পরে জামিনে মুক্তি পান তিনি। তারপরেই প্রাণদণ্ডের (Capital Punishment) বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজ শুরু করেন। এর জেরে ফের ২০১৫ সালে গ্রেফতার হন তিনি। ইরানের জেলে রাজনৈতিক বন্দিদের উপর, বিশেষ করে মহিলা বন্দিদের (Prison Inmates) উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও আন্দোলন করেছেন তিনি।
পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং ফিজিসিস্ট নার্গিস মহম্মদি। ২০১৮ সালে আন্দ্রেই শাখারোভ পুরস্কার (Andrei Sakharov Prize) পেয়েছিলেন তিনি।
পুরস্কার মূল্য:
নোবেল পুরস্কারের অর্থমূল্য (Nobel Prize Amount) ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনো। ১০ ডিসেম্বর সেটি জয়ীদের হাতে তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কার শুরু যার হাতে সেই সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থমূল্য থেকেই এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল সম্মান নরওয়ের! পুরস্কৃত সাহিত্যিক জন ফস