নয়া দিল্লি : মেডিসিনে নোবেল পুরস্কার বিজেতার নাম ঘোষণা। এবার মেডিসিনে যৌথভাবে পুরস্কৃত ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ানকে । "রিসেপ্টরস ফর টেম্পারেচার অ্যান্ড টাচ"-সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান তাঁদের নাম ঘোষণা করেন।



তাঁদের আবিষ্কার- তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক শক্তি অনুধাবনের আণবিক ভিত্তি ব্যাখ্যা করে প্রকৃতির একটি রহস্য উন্মোচন করেছে। যা আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের অনুভব এবং ব্যাখ্যা করা শেখায়। তাঁদের যুগান্তকারী আবিষ্কার দেখাচ্ছে, আমাদের স্নায়ুতন্ত্র কীভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক উদ্দীপনা অনুভব করে।


গতবার চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটন। এঁরা হেপাটাইটিস সি-র জীবাণু আবিষ্কার করেন। ৩ বৈজ্ঞানিকের মধ্যে অল্টার ও রাইস আমেরিকান, হাউটন ইংরেজ। এক বিবৃতিতে নোবেল অ্যাসেম্বলি জানায়, হেপাটাইটিস সি জীবাণু বিচ্ছিন্ন করা জীবাণুবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য সাফল্যের প্রতীক। এর ফলে নির্দিষ্ট একটি পরীক্ষা পদ্ধতি তৈরি হয়েছে, যাতে বিশ্বজুড়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়।


অল্টার তাঁর গবেষণা চালান আমেরিকার বেথেস্ডার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথে। রাইস গবেষণা করতেন সেন্ট লুইয়ের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে, তারপর চলে যান নিউ ইয়র্কের রকেফেলার বিশ্ববিদ্যালয়ে। মাইকেল হাউটন ক্যালিফোর্নিয়ার চিরন কর্পোরেশনে ছিলেন, এখন রয়েছেন কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে।


এদিকে গত বছর থেকে নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাক ক্রাউন বা ১,১০,০০০ ডলার পাচ্ছেন। সুইডিশ সংবাদমাধ্যমের খবর, পুরস্কার অর্থ ৯ মিলিয়ন ক্রাউন বা ৩,৮৮,৩১৭.৬৭ ডলার থেকে বেড়ে হয়েছে ১০ মিলিয়ন ক্রাউন বা ৪,৩১,৩৯০ ডলার।


১৯০১ সাল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। নোবেল ফাউন্ডেশন বলছে, ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেল গোটা বিশ্বে সমাদৃত এই পুরস্কারের জন্য প্রায় ৩১ মিলিয়ন ক্রাউন বা ১৩,৩৮,০৫৩ ডলার রেখে যান, আজকের হিসেবে এই অর্থমূল্য প্রায় ১.৮ বিলিয়ন ক্রাউন বা ৭,৭৬,৯৩,৪০০ ডলার। প্রথমে জয়ীরা পেতেন ৬,৪৭২.২১ ডলার, ১৯৮১-তে তা বেড়ে দাঁড়ায় ৪৩,১৪৪.০৪ ডলার।