নয়াদিল্লি : অর্থনীতিতে নোবেল ঘোষণা। ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিলেন ড্যারন আ্যকমোগলু, সিমন জনসন ও জেমস রবিনসন। 'কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং তা সমৃদ্ধিকে প্রভাবিত করে'- এই সংক্রান্ত গবেষণার জন্য চলতি বছরে তাঁদের পুরস্কৃত করা হচ্ছে বলে দ্য নোবলে প্রাইজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে দেওয়া এই পুরস্কার এর আগে Sveriges Riksbank Prize in Economic Sciences নামে পরিচিত ছিল। চলতি বছরের শেষ এই পুরস্কারের আর্থিক মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনস (১.১ মিলিয়ন ডলার)।