নয়াদিল্লি: আমেরিকায় শিক্ষা ও গবেষণা খাতের বরাদ্দ কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে আমেরিকা ছাড়ছেন বাঙালি অর্থনীতিবিদ, নোবেলজয়ী দম্পতি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো। সুইৎজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিখে যোগ দিচ্ছেন তাঁরা। সেখানে ডেভলপমেন্ট ইকনমিক্সের নতুন সেন্টার চালু হচ্ছে তাঁদের নেতৃত্বে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার বর্তমান সরকার যেভাবে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ কমিয়েছে, তাতে বহু জ্ঞানীগুণী এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা। (Abhijit Banerjee And Esther Duflo)
নোবেলজয়ী দম্পতি তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে শুক্রবার ইউনিভার্সিটি অফ জুরিখের তরফে ঘোষণা করা হয়। বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)-তে কর্মরত অভিজিৎ এবং এস্থার। আগামী বছর জুন মাসে তাঁরা ইউনিভার্সিটি অফ জুরিখের ইকনমিক্স বিভাগে যোগ দেবেন। ২০১৯ সালে মাইকেল ক্রেমারের সঙ্গে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ও এস্থার। পৃথিবীকে দারিদ্রমুক্ত করার পথ দেখান তাঁরা। (Donald Trump)
ঠিক কী কারণে আমেরিকা ছাড়ছেন, তা খোলসা করেননি অভিজিৎ এবং এস্থার। তবে এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সরকারের রীতিনীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞ মহল। তাঁদের মতে, দ্বিতীয় দফায় আমেরিকায় ক্ষমতায় আসার পরই উচ্চশিক্ষা থেকে গবেষণা খাতে বরাদ্দ একধাক্কায় কনিয়ে দিয়েছেন ট্রাম্প। তাবড় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায়ও হস্তক্ষেপ করছেন তিনি। এমতাবস্থায় অনেকেই আমেরিকা ছাড়তে শুরু করেছেন।
শুধু অভিজিৎ বা এস্থারই নন, আগামী দিনে আমেরিকায় ভয়ঙ্কর সঙ্কট দেখা দিতে পারে, মেধাবী, প্রতিভাশালীরা দেশ ছেড়ে চলে যেতে পারেন বলে বার বার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই সুযোগে আমেরিকা থেকে জ্ঞানীগুণীদের অন্য দেশ ভাঙিয়ে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তাঁরা। অভিজিৎ ও এস্থারের প্রস্থানে সেই আশঙ্কা সত্য প্রমাণিত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, মার্চ মাসে ট্রাম্প সরকারের রীতিনীতির সমালোচনা করে কলম ধরেছিলেন এস্থার। আমেরিকায় বিজ্ঞান ও গবেষণার উপর আঘাত নেমে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এস্থার আমেরিকা এবং ফ্রান্স, দুই দেশেরই নাগরিক। অভিজিতের জন্ম ভারতে। বহু বছর ধরে রয়েছেনআমেরিকায়। তাঁদের কাছে পাবেন জেনে আপ্লুত ইউনিভার্সিটি অফ জুরিখের প্রেসিডেন্ট মাইকেল স্কেপম্যান। চলতি বছরে অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা হতে চলেছে সোমবার। আর তার ঠিক আগেই এই খবর সামনে এল। তবে জানা যাচ্ছে, MIT-তে পার্ট-টাইম পদ ধরে রাখবেন অভিজিৎ এবং এস্থার।