বাড়ল নোবেল পুরস্কারের অর্থ, জয়ীরা এবার থেকে পাবেন অতিরিক্ত ১,১০,০০০ মার্কিন ডলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 02:17 PM (IST)
আশির দশক থেকে নব্বইয়ের দশকের মধ্যে এই পুরস্কারের অর্থ বেড়ে ২০০০ সালে হয় ৯০ লক্ষ ক্রাউন বা ৩,৮৮,২৯৬.৩৬ ডলার।
কলকাতা: এ বছর থেকে নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাক ক্রাউন বা ১,১০,০০০ ডলার পেতে চলেছেন। নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন জানিয়েছেন এ কথা। সুইডিশ সংবাদমাধ্যমের খবর, পুরস্কার অর্থ ৯ মিলিয়ন ক্রাউন বা ৩,৮৮,৩১৭.৬৭ ডলার থেকে বেড়ে এবার ১০ মিলিয়ন ক্রাউন বা ৪,৩১,৩৯০ ডলার করা হল। লার্স হেইকেনস্টেন বলেছেন, নোবেল ফাউন্ডেশনের খরচ আপাতত স্থিতিশীল, তাই এমন সিদ্ধান্ত। ১৯০১ সাল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। নোবেল ফাউন্ডেশন বলছে, ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেল গোটা বিশ্বে সমাদৃত এই পুরস্কারের জন্য প্রায় ৩১ মিলিয়ন ক্রাউন বা ১৩,৩৮,০৫৩ ডলার রেখে যান, আজকের হিসেবে এই অর্থমূল্য প্রায় ১.৮ বিলিয়ন ক্রাউন বা ৭,৭৬,৯৩,৪০০ ডলার। প্রথমে জয়ীরা পেতেন ৬,৪৭২.২১ ডলার, ১৯৮১-তে তা বেড়ে দাঁড়ায় ৪৩,১৪৪.০৪ ডলার। আশির দশক থেকে নব্বইয়ের দশকের মধ্যে এই পুরস্কারের অর্থ বেড়ে ২০০০ সালে হয় ৯০ লক্ষ ক্রাউন বা ৩,৮৮,২৯৬.৩৬ ডলার। ২০০১-এ ফের বাড়ে অর্থ, হয় ১ কোটি ডলার। কিন্তু ২০০৮-০৯-এ বিশ্বজোড়া মন্দার জেরে নোবেল ফাউন্ডেশনের কোষাগারে টান পড়ে, অবস্থা সামলাতে আনা হয় প্রাক্তন ব্যাঙ্ক প্রধান লার্স হেইকেনস্টেনকে। ২০১২-তে যে অর্থমূল্য কমে ৩,৪৫,১৫২.৩২ ডলার হয়েছিল, তা ২০১৭-য় হয় ৩,৮৮,৩১৭.৬৭ ডলার।