North East Express Derailed Live Updates: বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর

Train Accident: এখনও পর্যন্ত তাতে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

ABP Ananda Last Updated: 12 Oct 2023 12:06 AM
North East Express Derailed Live Updates: বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর

বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকার্য।

Tejashwi Yadav: বক্সারের জেলাশাসক এবং আরার এসপি-র সঙ্গে কথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের

বক্সারের জেলাশাসক এবং আরার এসপি-র সঙ্গে কথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। সব ব্যবস্থা করার নির্দেশ। উদ্ধারকার্য দ্রুত শেষ করতে বললেন।

North East Express Derailed Live Updates: দুর্ঘটনাস্থলে হাজির অন্য উদ্ধারকারী যান, মেডিক্যাল টিম

দুর্ঘটনাস্থলে হাজির অন্য উদ্ধারকারী যান। উপস্থিত মেডিক্যাল টিম। রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন। একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন জানিয়েছে, তাদের কাছএ হতাহতের কোনও খবর নেই এখনও।


 

Train Accident Live Updates: বক্সারের কাছে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, হেল্পলাইন নম্বর প্রকাশ করল রেল

রেলের তরফে আপদকালীন নম্বর প্রকাশ করা হল। দানাপুরে থাকলে ফোন করতে হবে ৮৯০৫৬৯৭৪৯৩ নম্বরে। পটনার জন্য হেল্পলাইন নম্বর ৯৭৭১৪৪৯৯৭১। বাণিজ্যিক কন্ট্রোল রুমের নম্বর ৭৭৫৯০৭০০০৪। আরার হেল্পলাইন নম্বর ৮৩০৬১৮২৫৪২।


 

North East Express Derailed Live Updates: বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, কামাখ্যা যাওয়ার পথে দুর্ঘটনা

বিহারের বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত ছয়টি কামরা। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু।


 

প্রেক্ষাপট

বক্সার: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বিহারের বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। দিল্লির আনন্দ বিহার থেকে কামাখ্যা যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনের ছয়টি কামরা। এখনও পর্যন্ত তাতে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। 


বুধবার রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনট্যুত হয় ট্রেনটি। অসমের গুয়াহাটির কামাখ্যা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এলাকার হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।



 



 


 





 



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.