North East Express Derailed Live Updates: বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর

Train Accident: এখনও পর্যন্ত তাতে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

ABP Ananda Last Updated: 12 Oct 2023 12:06 AM

প্রেক্ষাপট

বক্সার: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বিহারের বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। দিল্লির আনন্দ বিহার থেকে কামাখ্যা যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনের ছয়টি কামরা। এখনও পর্যন্ত তাতে এক জনের মৃত্যু হয়েছে...More

North East Express Derailed Live Updates: বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর

বক্সারে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। রাত ১২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকার্য।