কলকাতা: বালেশ্বরের স্মৃতি ফিরিয়ে এনে বুধবার রাতে বিহারের বক্সারে দুর্ঘটনার (Bihar Train Accident) কবলে পড়েছে দিল্লি থেকে অসমগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেস (North East Express)। বিহারের বক্সারের (Buxar) রঘুনাথপুরের কাছে বেলাইন হয় সুপারফাস্ট এই এক্সপ্রেসের অন্তত ১২টি কামরা। ওই ঘটনায় মারা গিয়েছেন কয়েকজন। অন্তত একশোজন জখম হয়েছেন। স্থানীয় পুলিশ-প্রশাসন জানিয়েছে ট্রেন দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন। আরা, বক্সার, পটনা-র একাধিক হাসপাতাল এবং AIIMS< IGIMS-এর হাসপাতালে জখমদের নিয়ে যাওয়া হয়েছে।
এই দুর্ঘটনার জন্য বড়সড় প্রভাব পড়েছে রেল যাতায়াতে। পূর্ব-মধ্য রেলওয়ে জ়োনে (East Central Railway zone) বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল?০৩২৩০ পটনা-পুরী এক্সপ্রেস০৩৬২০ সাসারাম-আরা স্পেশাল০৩৬১৭ ভাবুয়া রোড এক্সপ্রেস স্পেশাল০৩২০৩ পটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল০৩৩৭৫ পটনা-বক্সার মেমু পাস স্পেশাল
এছাড়াও দুটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। সেগুলি হল-১৩২০৯ পটনা-ডিডিইউ এক্সপ্রেস- এটি আরা পর্যন্ত যাবে১৩২১০ ডিডিইউ-পটনা এক্সপ্রেস-এটিও আরা পর্যন্ত যাবে
এছাড়াও বেশ কিছু ট্রেনের পথ বদলে দেওয়া হয়েছে। অন্য রুট ধরে যাচ্ছে সেগুলি
১২১৪৯ পুনে-দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস১২১৪১ পাটলিপুত্র সুপারফাস্ট এক্সপ্রেস১২৪২৪ ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস১২৩৬৮ বিক্রমশীলা এক্সপ্রেস১৫৬২৩ কামাখ্যা এক্সপ্রেস১৫৬৩৩ গুয়াহাটি এক্সপ্রেস২২৪০৬ ভাগলপুর গরিব রথ এক্সপ্রেস১২৩১০ রাজেন্দ্র নগর টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-সহ আরও কিছু ট্রেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতার উদ্ধারকাজ চলেছে। লাইন এবং বাকি ক্ষতিগ্রস্ত জিনিস মেরামতির কাজ চলছে এখন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু নির্দেশ দিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেছেন, 'আমরা সমস্ত আধিকারিক, স্বাস্থ্য দফতর, বিপর্যয় দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। বক্সার, আরাহ, পাটনার হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফও আমরা পাঠিয়েছি। হেল্পলাইন নম্বর চালু হয়েছে।'
আপাতত এলাকা থেকে রেলের রেক সরানোর কাজ শুরু হয়েছে। এই এলাকা যা যা ক্ষতি হয়েছে তার মেরামতির কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: আধুনিক সরঞ্জাম, গভীর নেটওয়ার্ক! তবুও কি হামাস-হানার খবর পায়নি মোসাদ?