নয়াদিল্লি: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিকিম। ভূমিধসে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার মধ্যেই ছাতেন থেকে কপ্টারে করে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ ১৫ জন !
আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার
মূলত ২৯ মে থেকে একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বড়সড় ক্ষতির মুখে উত্তর-পূর্ব ভারত। সূত্র মারফৎ খবর, এখনও অবধি ১৮০০ জনকে পর্যটককে উদ্ধার করা হয়েছে সিকিম থেকে। মিনিস্ট্রি অব ডিফেন্সের বিবৃতি অনুযায়ী, ৪টি MI 17 এবং দুটি Cheetah কপ্টার ত্রাণ কার্য চালাচ্ছে সিকিমে। ইতিমধ্যেই হেলিকপ্টারগুলি ৬০০০ কেজি ত্রাণ পৌঁছে দিয়েছে।
উত্তরবঙ্গে টানা বৃষ্টি - দক্ষিণবঙ্গে অসহ্য় গরম উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি। বিপর্যস্ত উত্তর সিকিম। আর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরমে নাজেহাল অবস্থা। রাস্তায় বেরোলেই ঘেমে স্নান।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত সময়ের আগে বর্ষা আসার সম্ভাবনা ক্ষীণ। তবে এই সপ্তাহে প্রাক বর্ষার বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এদিকে মুষলধারে বৃষ্টিতে ক্রমশ রুদ্র মূর্তি নিচ্ছে তিস্তা!
টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস!প্রকৃতির রোষে কার্যত তছনছ হয়ে গেছে ছবির মতো সুন্দর সিকিমের একাংশ!উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প।মৃত্য়ু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান-সহ ৩ জনের। তিস্তার ওপর ফিডাং বেইলি ব্রিজের বড় অংশের ক্ষতি হয়েছে। মঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর।ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর,গ্যাংটক, নামচি, সোরেং-সহ উত্তর সিকিমের একাধিক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে পর্যটকদের। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। দুর্যোগ ও লাগাতার ধসের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। আপাতত সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে, টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত অসমও। সরকারি সূত্রে খবর, ভয়াবহ বন্যায় অসমে বহু মৃত্যু হয়েছে। ভূমিধসে প্রাণ হারিয়েছেন একাধিক। একটানা বৃষ্টি ব্রক্ষ্মপুত্র নদের জলের স্তর বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ASDMA (Assam State Disaster Management Authority) এর তথ্য অনুযায়ী, আসামের ২১টি জেলায় প্রায় ৬.৩৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এরই পাশাপাশি জোরকদমে চলছে উদ্ধারকাজ। জটিল পরিস্থিতির মুখোমুখী হয়েছে আসামের শ্রীভূমি জেলা। এলাকার পর