পিয়ংইয়ং: সরকারি স্বীকারোক্তি না আসলেও মার্চের শেষ দিকে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত হয়েছিলেন অনেকে। প্রশাসনিক আধিকারিকরাই দেশের নাগরিকদের কাছে এই কথা মেনেও নিয়েছিলেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বিভিন্ন সংগঠন ও স্থানীয় নজরদারি গোষ্ঠী আয়োজিত বক্তৃতা সভায় কথা বলতে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা মেনে নেন, দেশে অনেকেই কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। যদিও, ঠিক কতজন আক্রান্ত, সেই সংখ্যা অবশ্য খোলসা করেননি তাঁরা।
তবে, আধিকারিকরা এটা জানান, রাজধানী পিয়ংইয়ং, দক্ষিণ হোয়াংহায়ে ও উত্তর হ্যামইয়ং প্রদেশে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত উত্তর হ্যামইয়ং প্রদেশ। অন্যদিকে, দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে রয়েছে দক্ষিণ হোয়াংহায়ে।
এর আগে, মার্চের গোড়ার দিকেই দেশের সীমান্ত সিল করে দিয়েছিল উত্তর কোরিয়ার প্রশাসন। পাশাপাশি, যে দেশে করোনা হানা দিয়েছে, সেই সব দেশ থেকে আগত বিদেশিদের বাধ্যতামূলক ৩০-দিনের কোয়ারান্টিনে থাকার নির্দেশও দিয়েছিল পিয়ংইয়ং। দেশে থাকা বহু কূটনীতিবিদের উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল একই সময়ে।