অসলো: নোভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কবে আসবে, এলেও ভারতে কীভাবে তার বিলি-বন্টন হবে, দাম কী হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট রূপরেখা মেলেনি। কিন্তু ইউরোপের একটি দেশ ঘোষণা করে দিল, তারা দেশের মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহ করবে। স্ক্যান্ডিনেভিয় দেশটির নাম নরওয়ে। তারা দেশের জাতীয় টীকাকরণ কর্মসূচির আওতায় নিখরচায় কোভিড-১৯ ভ্যাকসিনের বন্দোবস্ত করবে বলে জানিয়েছে। ইউরোপীয় একক বাজারের শরিক নরওয়ে। যদিও তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। গত আগস্টেই তারা জানিয়েছিল, ওষুধ কোম্পানিগুলির সঙ্গে ডিল করে ইইউ যে ভ্যাকসিন সংগ্রহ করবে, তারাও তা পাবে।
নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এক বিবৃতিতে বলেছেন, আমরা চাই, যত বেশি সম্ভব মানুষ যাতে নিরাপদ, কার্যকর ভ্যাকসিনের সুবিধা পান, সেজন্য়ই নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি নরওয়ের প্রতিবেশী তথা ইইউয়ের সদস্য দেশ সুইডেন নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি ভ্যাকসিন কিনে নরওয়েকে বিক্রি করবে বলেও খবর। এক বিবৃতিতে নরওয়ে বলেছে, ইইউ এখনও পর্যন্ত তিনটি পৃথক ভ্যাকসিন নির্মাতা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, আরও অন্য নির্মাতাদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে। সুইডনের সঙ্গে রিসেল বোঝাপড়া অনুসারে এইসব চুক্তির আওতায় রয়েছে নরওয়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র সমর্থনে কোভিড-১৯ ভ্যাকসিন বিলি-বন্টনের ব্যাপারে কোভ্যাক্স নামে বিশ্বব্যাপী যে স্কিম হয়েছে, নরওয়ে তারও শরিক। চিন সহ ১৭১টি দেশ এতে রয়েছে। কিন্তু আমেরিকা, রাশিয়া কোভ্যাক্স-কে খারিজ করে দিয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য ধনী, দরিদ্র নির্বিশেষে সব দেশের সমান সংখ্যায় ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা করা। কোনও সরকার যাতে একচেটিয়া ভ্যাকসিন সংগ্রহ করে মজুত করতে না পারে এবং প্রতিটি দেশের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা লোকজন যাতে সবার আগে ভ্যাকসিন নিতে পারেন, তাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াও কোভ্যাক্স পরিকল্পনার লক্ষ্য।
দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, ঘোষণা নরওয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 02:32 PM (IST)
নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এক বিবৃতিতে বলেছেন, আমরা চাই, যত বেশি সম্ভব মানুষ যাতে নিরাপদ, কার্যকর ভ্যাকসিনের সুবিধা পান, সেজন্য়ই নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি নরওয়ের প্রতিবেশী তথা ইইউয়ের সদস্য দেশ সুইডেন নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি ভ্যাকসিন কিনে নরওয়েকে বিক্রি করবে বলেও খবর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -