নয়া দিল্লি: শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হল ২০২১-এর নোবেল শান্তি পুরস্কারজয়ীদের নাম। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে।


আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম সূত্রের খবর, চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয়ের দৌড়ে ছিলেন ৩২৯ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। তবে এঁদের মধ্যে নোবেল কমিটি মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভকে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা যেকোনও দেশের গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।             



মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। তিনি পেশায় ফিলিপিনো জার্নালিস্ট এবং লেখক। আন্তর্জাতিক সংস্থার investigative reporter পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ২০২০ সালে তাঁকে বিতর্কিত ফিলিপাইনের সাইবার ক্রাইম বিরোধী আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা মানবাধিকার গোষ্ঠী এবং সাংবাদিকদের  স্বাধীনতার উপর আক্রমণ হিসাবে নিন্দা করা হয়েছিল।                     


অন্যদিকে, আরেক নোবেলজয়ী দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে। প্রসঙ্গত, ২০২০ সালে পুরস্কারটি পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী ও মানবহিতৈষী আলফ্রেড নোবেল যে ছ'টি পুরস্কারের প্রবর্তন করেছিলেন নোবেল শান্তি পুরস্কার তার মধ্যে একটি।                       


এ বছর পদার্থবিদ্যায়ও নোবেল ঘোষণা হয়েছে। যৌথভাবে ফিজিক্সে নোবেল পুরস্কার পেলেন সুকুরো মানাবে, ক্লস হ্যাসেলমান ও জর্জিও পারিসি। জটিল 'ফিজিক্যাল সিস্টেম' সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের অর্ধেক যৌথভাবে সুকুরো মানাবে, ক্লস হ্যাসেলমানকে "পৃথিবীর জলবায়ুর মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং বিশ্ব উষ্ণায়নের ভবিষ্যদ্বাণী করার জন্য" দেওয়া হয়েছে। পুরস্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসিকে দেওয়া হয়েছে।