সত্যজিৎ বৈদ্য, কলকাতা : গতকালই তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে সব্যসাচী দত্ত-র। এই ইস্যুতে এবার সুর চড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এমন কিছুজন আছেন, তাঁরা কোন দিকে আছেন বোঝা যাচ্ছে না। তাঁরা যত তাড়াতাড়ি যাবেন, আমরা গুছিয়ে কাজ করতে পারব। সময়ের সঙ্গে সঙ্গে সব সাফ হয়ে যাবে।
এখানেই শেষ নয়, আক্রামণের মাত্রা বাড়িয়ে বলেন, দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মান দেওয়া হয়েছে। দলের তরফে কোনও খামতি নেই। কাজের সুযোগ, টিকিট দেওয়া হয়েছে। ওঁরা ঠিক করতে পারছেন না কোন দিকে যাবেন। যাঁরা পার্টিকে দাঁড় করিয়েছিলেন, তাঁরা ঠিক জায়গায় আছেন। একের পর এক এসেছিলেন, একের পর এক যাচ্ছেন । তাঁদের জন্য রাজনীতিতে প্রভাব পড়ে না।
জল্পনার অবসান ঘটিয়ে গতকালই তৃণমূলে প্রত্যাবর্তন করেন সব্যসাচী দত্ত। বিধানসভা ভোটের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল বিধানসভায় ঘাসফুল শিবিরে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের উপস্থিতিতে 'ঘর ওয়াপসি' হয় সব্যসাচীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথের পরই তাঁর সঙ্গে দেখা করে 'অনুমতি' নিয়েই সব্যসাচী দত্ত 'ঘরে ফিরলেন' বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমরা।
আরও পড়ুন ; প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে খড়গপুরে চিঠি বিলি দিলীপ ঘোষের, কটাক্ষ তৃণমূলের
তৃণমূলে যোগদান করে সব্যসাচী দত্ত বলেছেন, 'দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরাও সবাই স্বাগত জানালেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব।'
পাশাপাশি দীর্ঘদিন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার বিষয়ও উল্লেখ করেন তিনি। যে প্রসঙ্গ উঠে আসে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেও। গত বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রে সুজিত বসুর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমে পরাস্ত হয়েছিলেন সব্যসাচী দত্ত।