নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চল সফর করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন লাদাখের এমপি জামিয়াং শেরিং নামগিয়াল। তিনদিনের সফরে তিনি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে পাংগং লেক, থাকুং, চারটসে ফাঁড়ি এলাকা ঘুরেছেন। পাংগং লেক এলাকায় ভারত, চিনের সেনাবাহিনীর সংঘাতের অবস্থানে উত্তেজনা রয়েছে।
তাঁর দপ্তর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ফিঙ্গার ৪ ও অন্য ফাঁড়িগুলির প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। ফোবরাং-ইয়ুরগো-লুকুং, স্পাঙ্গমিক, মান-মেরাক, খাগতাড়, চুসুল, সায়োক সহ গালোয়ান ভ্যালির শেষ গ্রামগুলিতেও যান। বাসিন্দাদের অভাব-অভিযোগ, সমস্যার কথা শোনেন। চুসুলে রাত কাটান তিনি। ১৯৬২-র চিন-ভারত সীমান্ত যুদ্ধের সময় প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল সেখানে।
সীমান্ত সফরকালে সাংসদ বলেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমরা সংঘাত চাই না, দৃঢ়ভাবে শান্তি, সুস্থিতি, সমৃদ্ধিতে বিশ্বাস করি। কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটা অত্যন্ত দক্ষ সরকার চলছে। তিনি দেশপ্রেমিক, সক্রিয়, একটি সুরক্ষিত, ভীষণ শক্তিশালী দেশের সামগ্রিক উন্নয়নে তিনি দায়বদ্ধ। তাঁর নেতৃত্বে দেশবাসীর গভীর বিশ্বাস হল, ভারত এক ইঞ্চি জমিও হারাবে না।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বেও পূর্ণ আস্থা প্রকাশ করে তাঁর হাতে দেশের সব সীমান্ত সুরক্ষিত থাকবে বলেও মন্তব্য করেন নামগিয়াল। তিনি বলেন, দুটি দেশ সীমান্তের উত্তেজনা দ্রুত মিটিয়ে ফেলতে সম্মত হয়েছে, যা আমাদের সম্পর্কের উন্নতি ঘটাতে নিঃসন্দেহে সাহায্য করবে। লাদাখ সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার ভিত্তিতে খুবই ইতিবাচক আবহাওয়া তৈরি হোক, এটাই লাদাখের প্রত্যাশা।