কলকাতা: আমাদের জীবনে সমুদ্রের গুরুত্ব মনে করানোর জন্য প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস। রাষ্ট্রপুঞ্জ এদিন সমুদ্রের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করে, সমুদ্র ও সামুদ্রিক প্রাণী রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে করে নানা অনুষ্ঠান।


রাষ্ট্রপুঞ্জের ওয়েবসাইট বলছে, ১৯৯২-এ ব্রাজিলের রিও ডি জেনেইরোয় প্রকৃতি ও উন্নয়ন নিয়ে তাদের একটি কনফারেন্স হয়। তারপর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস। ২০০৮-এ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ঠিক করে, ২০০৯-এর ৮ জুন দিনটি বিশ্ব সমুদ্র দিবস হিসেবে স্বীকৃতি দেবে তারা।

এ বছরের বিশ্ব সমুদ্র দিবসের থিম হল ইনোভেশন ফর আ সাসটেইনেবল ওসেন। অন্যান্য বছর এদিন নানা অনুষ্ঠান, সভা, মিছিল ইত্যাদি হয় সমুদ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে। আলোচনা হয় সমুদ্রে প্লাস্টিক ফেলে দূষিত করা, জলস্তর হ্রাস, জলের মান খারাপ হয়ে যাওয়া, সামুদ্রিক প্রাণী হত্যা ইত্যাদি নিয়ে। কিন্তু করোনা সংক্রমণের ফলে এ বছরের অনুষ্ঠান অনলাইনেই করা হচ্ছে।