সাংহাই: চিন সরকারের কড়া নজরদারিতে রয়েছেন সেদেশের কোটিপতি জ্যাক মা। গত কয়েকদিন ধরে তাঁকে নাকি দেখাই যাচ্ছে না। এমনই খবর। আলিবাবা কর্তা জ্যাকের নিখোঁজ হওয়ার জল্পনাও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।


সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকায় এক ট্যালেন্ট শো-তে যাওয়ার কথা ছিল জ্যাকের। যেখানে উপস্থিত থাকার কথা ছিল একাধিক ব্যবসায়ীদের। কিন্তু ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর পরিবর্তে সেখানে আলিবাবার পক্ষ থেকে উপস্থিত হন অন্য এক আধিকারিক। চিনের ই-কমার্স সংস্থার পক্ষ থেকে বলা হয়, অন্য কাজ পড়ে যাওয়ায় তিনি উপস্থিত হননি।


সূত্রের খবর, জ্যাকের আলিবাবা এবং অ্যান্ট গ্রুপ চিন সরকারের কড়া নজরে রয়েছে। একচেটিয়া আধিপত্যবাদী মনোভাবের অভিযোগ উঠেছে আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে। আর এতেই প্রশ্নের মুখোমুখি পড়তে হতে পারে তাঁকে। জানা গিয়েছে, চিনের নিয়ামক সংস্থা অ্যান্ট গ্রুপের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর আগেও আলিবাবা-কে সতর্ক করেছিল নিয়ামক সংস্থা।


শুধু তাই নয়, গত বছর নভেম্বর মাসে আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের ৩৪ বিলিয়ন ডলার ইনিসিয়াল পাবলিক অফার তথা আইপিও স্থগিত করে দেয় সাংহাই স্টক এক্সচেঞ্জ। অ্যান্ট গ্রুপ দেশের সবথেকে বড় আইপিও হিসেবে পরিচিত। সাংহাই এবং হংকঙে দ্বৈত তালিকাভুক্ত হওয়ায় ৫ নভেম্বর স্থগিত করে দেওয়া হয় সংস্থাকে। জ্যাক দেশের ব্যাঙ্কগুলিকে বন্ধক রাখা দোকান বলে কটাক্ষ করেন। গত বছর অক্টোবর মাসে তিনি বলেন, গ্যারান্টির বিনিময়ে বন্ধক রাখা হয়েছ। কিছু সংস্থা চাপের মধ্যে অনেক কিছু মেনে নিতে বাধ্য হবে। এরপরই চিনের নিয়ামক সংস্থা প্রকাশ্যে সমালোচনা করে মা-কে।


একসময় এশিয়ার সবথেকে বড় ধনী ব্যক্তি বলে পরিচিত ছিলেন  আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের কর্ণধার জ্যাক মা। ব্লুমবার্গ বিলিওনিয়র ইনডেক্স অনুযায়ী, গত ৩ মাসে ১১ বিলিয়ন ডলার লোকসান হয়েছে জ্যাকের। অক্টোবর মাসে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬১ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫০.৬ বিলিয়ন ডলার।