কলকাতা: কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একাধিকবার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক স্বার্থে রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখার অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপির অন্যান্য নেতারাও এই ইস্যুতে রাজ্যের মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করেছেন। কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা চেয়ে কেন্দ্রের কাছে আবেদন রাজ্যের কৃষকদের একাংশের। সেই আবেদন-তালিকা খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তালিকা খতিয়ে দেখতে রাজি রাজ্য সরকার।কেন্দ্রকে তালিকা পাঠাতে বলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাজ্যের কৃষকরা প্রকল্পের সুবিধা পেলে আপত্তি নেই।’


সম্প্রতি মোদি অভিযোগ করেছিলেন, ‘কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন দেশের সব কৃষক। কিন্তু আমার দুঃখ, শুধু পশ্চিমবঙ্গই এই প্রকল্প চালু করেনি। এতে রাজ্যকে কোনও টাকা দিতে হয় না। তবু রাজনৈতিক কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করছে না। এর ফলে রাজ্যের প্রায় ৭০ লক্ষ কৃষক বঞ্চিত হচ্ছেন। শুধু তাই নয়, অনলাইনে বহু কৃষক এই প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন। সেই আবেদনও আটকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার।’

প্রধানমন্ত্রীর এই দাবি উড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। কিন্তু কেন্দ্রকে রাজ্যের কথা শুনতে হবে। এ ক্ষেত্রে রাজ্যকে এড়িয়ে কেন্দ্র নাক গলাতে চাইছে।
সৌগত আও দাবি করেন , “প্রধানমন্ত্রীর মিথ্যে বলছেন। রাজ্য সরকার বলেছিল কেন্দ্র কৃষকদের জন্য যে টাকা দেবে, তা রাজ্যের হাতে দিক। এটা খুব সহজ একটা দাবি ছিল। ওরা তা মেনে নিতে পারত। রাজ্য সরকারের অ্যাকাউন্টে টাকা দিলে রাজ্য সরকার তা কৃষকদের অ্যাকাউন্টে পৌছে দিত।”
উল্টে কেন্দ্রের বিরুদ্ধেই রাজনীতি করার অভিযোগ এনে তৃণমূল সাংসদ বলেছেন, কেন্দ্র টাকা পাঠিয়ে সরাসরি রাজনৈতিক সুবিধা নেবেন, এটা কেন রাজ্য সরকার মেনে নেবে? তাই বাংলার কৃষকরা যদি কিষাণন সম্মাননিধির টাকা না পায়, তার জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রীয় সরকার ও মোদী নিজে। কেন্দ্রের জেদের জন্যই টাকা পাচ্ছেন না কৃষকরা।
রাজ্যের কৃষকদের বঞ্চিত হওয়ার অভিযোগও খারিজ করেছিল তৃণমূল। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্য সরকারের কৃষকদের জন্য নিজস্ব প্রকল্প রয়েছে। সেই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন কৃষকরা।