কলকাতা: নেটওয়ার্ক না থাকলেও এ বার আপনি ফোন করতে পারবেন। হ্যাঁ, এমনটাই সম্ভব করতে চলেছে রিলায়েন্স জিও। এই সংস্থা এমন প্রযুক্তি নিয়ে আসছে যে নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও ফোন করা যাবে। এই সংস্থা জিও ওয়াইফাই কলিং নামে একটি বিশেষ পরিষেবা দিচ্ছে, যার সাহায্যে আপনি নেটওয়ার্ক ছাড়াই ফোন করতে পারবেন। এর উদ্দেশ্য, যে জায়গায় নেটওয়ার্ক নেই, এমন গ্রামাঞ্চলে ফোনের পরিষেবা পৌঁছে দেওয়া।
ওয়াইফাই কলিং পরিষেবা
এই পরিষেবার আওতায় থেকে, আপনি কোনও নেটওয়ার্ক ছাড়াই কল করতে এবং কল গ্রহণ করতে পারেন। একই সময়ে, আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে না, শুধু চালু থাকা ভয়েস প্ল্যান এবং এইচডি ভয়েস সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের প্রয়োজন হবে।
অতিরিক্ত অর্থ নয়
রিলায়েন্স জিওর এই পরিষেবাটি একেবারে বিনামূল্যে। গ্রাহকেরা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে লাইভ কলিং করতে পারবেন। এতে ভয়েস বা ভিডিও কলিংয়ের অভিজ্ঞতার জন্য ভিওএলটিই এবং ওয়াইফাই পরিষেবাটির মধ্যে সুইচ করার সুবিধা রয়েছে। গ্রাহকেরা এর মাধ্যমে ভিডিও ওয়াইফাই কল করতে পারবেন।
কী ভাবে পরিষেবা পাবেন
আপনার ফোনে ওয়াইফাই কলিং ব্যবহার করতে হলে প্রথমে অ্যাক্টিভ ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। জিও পরিষেবাটি কোনও একটি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ করেনি, যার অর্থ আপনি যে কোনও ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। দরকারমত যে কোনও ওয়াইফাই ব্যবহার করে লাইভ ওয়াইফাই কলিংয়ের সুবিধা পেতে পারেন।
বিনা নেটওয়ার্কেও ফোন করতে পারবেন, জেনে নিন কী ভাবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 09:51 AM (IST)
গ্রাহকেরা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে লাইভ কলিং করতে পারবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -