কলকাতা: ফের নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগ। এবার উত্তরাখন্ডে সামনে এল নারকীয় এক ঘটনা। কাজের জায়গা থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে এসেছে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন ওই নার্স। সেখান থেকে তাঁর বাড়িতে ফিরছিলেন তিনি। পথেই তাঁর উপর হামলা করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।
কী জানিয়েছে পুলিশ?
এনডিটিভি এবং অন্যান্য সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তদন্তে জানা গিয়েছে যে ৩০ জুলাই সন্ধেবেলায় হাসপাতাল থেকে ই-রিকশায় উত্তরাখণ্ড-উত্তরপ্রদেশের সীমানায় বিলাসপুরের ভাড়াবাড়িতে ফিরছিলেন তিনি। ই-রিকশায় ওঠার সময় তা সিসিটিভিতে ধরা পড়েছিল। কিন্তু বাড়ি ফেরেননি। তাঁর খোঁজও মিলছিল না। বাড়িতে রয়েছে তাঁর বালিকা কন্যা। খোঁজ না পেয়ে ওই মহিলার বোন পুলিশে নিখোঁজ-অভিযোগ করেন। তারপরে ৮ দিন পরে ৮ অগাস্ট উত্তরপ্রদেশের পুলিশ একটি ফাঁকা জমি থেকে ওই নার্সের দেহ উদ্ধার করে। তাঁর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ওই জায়গাটি। ময়নাতদন্ত করা হয় এবং একটি বিশেষ টিম তৈরি হয় এই ঘটনার তদন্তের জন্য়। নিহত নির্যাতিতার ফোন মিলছিল না। সেই ফোনের সূত্র ধরেই ধরা পড়ে অভিযুক্ত। উত্তরপ্রদেশের বরেলির ওই ব্য়ক্তি পেশায় দিনমজুর। গত বুধবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত মদ্যপ অবস্থান ছিয়। নার্সকে অনুসরণ করে অনেকটা আসে, বাড়ি ঢোকার আগে হামলা চালায়। টানতে টানতে কাছেই একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর ওই নার্সের ওড়না দিয়েই গলা পেঁচিয়ে খুন করে অভিযুক্ত। তারপরে টাকা চুরি করে ও ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
সম্প্রতি কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নারকীয় ঘটনা ঘটেছে। যা নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। প্রতিবাদ হচ্ছে দেশে-বিদেশেও। তারপরেই ওই হাসপাতালেই দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর করেছে। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্তদের নিরাপত্তার দাবিতে নানা ক্ষেত্রে আন্দোলন করা হচ্ছে। এমন সময়েই এক নার্সের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা সামনে এল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতা জুড়ে দিনভর ধর্মঘট-মিছিল! প্রভাব কোথায় কোথায়? কাজে বেরোনোর আগে জেনে নিন