নয়াদিল্লি: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ক্যাম্পাসেই গায়ে আগুন ছাত্রীর! ওড়িশার বালেশ্বরে ফকির মোহন কলেজের ঘটনায় এবার বিজেপিকে নিশানা তৃণমূলের। ঘটনার পর তীব্র নিন্দা করে, ওড়িশার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন দেবাংশু।
আরও পড়ুন, IIM জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের নজরে এবার অভিযুক্তের ইনস্টা প্রোফাইল
ওড়িশার বালেশ্বরে ফকির মোহন কলেজের ঘটনায় তোলপাড়। গায়ে আগুন লাগিয়ে ক্যাম্পাসে ছুটছেন ছাত্রী! হাড়হিম করা CC ফুটেজ। দীর্ঘদিন ধরে ছাত্রীকে হেনস্থার অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু। সাসপেন্ড কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি বিএডের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার কলেজ ক্যাম্পাসেই পেট্রোল ঢেলে গায়ে আগুন ছাত্রীর।
বিজেপি শাসিত ওড়িশার এই ঘটনা প্রকাশ্যে আসতেই, বিজেপিকে নিশানা করছে তৃণমূল কংগ্রেস। 'আলাদা দিন, আলাদা ঘটনা, বিজেপির চোখে পড়ে না। ওড়িশার মুখ্যমন্ত্রীর নীরবতা অসম্মানজনক। প্রধানমন্ত্রীর নিন্দা করেননি, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান আসলে প্রহসন', দলের এক্স হ্যান্ডলে পোস্ট করে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
কীভাবে দেখছেন এই ঘটনাকে ? এরপরেও কী এনিয়ে পদক্ষেপ করবেন ? প্রশ্নে দেবাংশু ভট্টাচার্যের প্রতিক্রিয়া, প্রথম কথা হচ্ছে, ওড়িশায় বিজেপি সরকারে আসার পর থেকেই, মোটামুটি একটা ১৭ দিনের স্প্যানে ৭ টি ধর্ষণ এবং খুনের অভিযোগও এসেছে। এই ওড়িশাকে আমরা এইভাবে দেখতে অভ্যস্ত ছিলাম না। বিজেপি যেখানে যেখানে এসেছে, সেই রাজ্যগুলিকে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করেছে। আমাদের চেনা প্রতিবেশী রাজ্যটা বদলে গিয়েছে।আমাদের বক্তব্য হচ্ছে, যিনি বিভাগীয় প্রধান , অভিভাবক..সেখানে তাঁর বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তাঁর জন্য যদি একজন ছাত্রীকে এইভাবে শিকার হতে হয়, তাহলে ছাত্রছাত্রীরা যাবেন কোথায় ? তারা নিরাপত্তা কোথা থেকে চাইবেন ? এখানে জাতীয় মহিলা কমিশন যাবে ? আমরা দেখার অপেক্ষায় আছি', ঘটনা তীব্র নিন্দা-ধিক্কার জানিয়ে দেবাংশু বলেছেন, ওড়িশার যিনি শিক্ষামন্ত্রী আছেন, তাঁর এখনই পদত্যাগ করা উচিত।'